Entertainment

Jawan : বলিউড দুনিয়ায় ইতিহাস গড়লো ‘জওয়ান’! মুক্তির আগেই ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড

Jawan : 2022 সাল পর্যন্ত সময়টা খুব একটা ভালো ছিল না বলিউড বাদশা শাহরুখ খানের (Shah Rukh Khan) তবে 2023 সালের শুরুতেই বদলে যায় সেই চিত্র। ‘পাঠান’ ছবির হাত ধরে প্রায় 4 বছর পর বলিপাড়ায় এন্ট্রি নেন তিনি। তারপরের গল্পটা অবশ্য সকলেরই জানা। এই ছবির হাত ধরে যে কেবলমাত্র শাহরুখ খানের ভাগ্য ফিরে এসেছে এমনটাই নয়। ফিরে এসেছে গোটা বলিউডের ভাগ্য। আর এবার অপেক্ষা ‘জওয়ান’ (Jawan) মুক্তির।

চলতি মাসের 7 তারিখ বক্স অফিসে মুক্তি পাবে শাহরুখ খান ও নয়নতারা অভিনীত ছবি ‘জওয়ান’ (Jawan)। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে অগ্রিম টিকিট বুকিং। শুক্রবার থেকে টিকিট বুকিং শুরু হওয়ার পর মঙ্গলবার হতে না হতেই ভেঙে গেল পুরনো সমস্ত রেকর্ড। বিভিন্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যেই 7 লক্ষ টাকার বেশি টিকিট বিক্রি হয়ে গেছে এই ছবির। ফলে বলিউড বাদশার ম্যাজিকের সামনে পিছিয়ে যেতে হলো ‘বাহুবলি 2’-কে। অ্যাডভান্স টিকিট বুকিং-এ এই ছবি আয় করেছিল 6.0 লাখ টাকা।

শাহরুখ-নয়নতারা ছাড়াও অ্যাটলি পরিচালিত এই ছবিতে দেখা যাবে বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়মণি, যোগী বাবু এবং সুনীল গ্রোভারের মতো তারকাদের। প্রায় 300 কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে এই ছবি। বলি পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, শাহরুখ খানের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হিসেবে পরিণত হতে চলেছে ‘জওয়ান’।

রেড চিলিজ ইন্টারটেইনমেন্ট দ্বারা প্রযোজিত এই ছবির প্রযোজনা করেছেন গৌরি খান এবং সহ প্রযোজনা করেছেন গৌরব বর্মা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। এদিকে কেবলমাত্র জওয়ান নয়। অপেক্ষায় শাহরুখ খানের আরও বেশ কয়েকটি ছবি। এরপর তাঁকে দেখা যাবে ‘ডাঙ্কিতে’। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ডিসেম্বর মাসে বক্স অফিসে মুক্তি পাবে এই ছবি।