×
EntertainmentViral Video

চুড়িদার পরে হিন্দি গানে তুমুল নাচলেন শাহরুখ খান! ট্রোলের ঝড় সোশ্যাল মিডিয়ায়

বলিউডের “বাদশাহ” ও বলিউডের “কিং খান” হিসেবে একনামেই যাকে সারা দুনিয়া চেনে তিনি হলেন শাহরুখ খান। তাঁর চলচ্চিত্রের সংখ্যা অগণিত। অসামান্য একজন ব্যাক্তিত্ব তথা অসাধারণ অভিনয় দিয়ে তিনি মন জয় করে নিয়েছেন সকল মানুষের। হিন্দি চলচ্চিত্রে অবদানের জন্য ২০০২ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে।

১৯৮০ এর দশকের শেষের দিকে বেশ কিছু টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তাঁর অভিনয় জীবন শুরু হয়। এরপর ১৯৯২ সালে দিওয়ানা ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। তিনি ডর, বাজীগর, আঞ্জাম চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেন।

ADVERTISEMENT

এরপর একেএকে বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রে অভিনয় করেন। সেগুলির মধ্যে অন্যতম হল দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, কুছ কুছ হোতা হায়, কাভি খুশি কাভি গাম, দেবদাস ইত্যাদি। ওয়েলথ এক্স সংস্থার বিচারে বিশ্বের সবচেয়ে ধনী হলিউড ও বলিউড তারকাদের তালিকায় শাহরুখ খান দ্বিতীয় স্থান অর্জন করে নিয়েছে। তাকে বিশ্বের অন্যতম সফল চলচ্চিত্র তারকা বলে অভিহিত করা হয়।

কিন্তু, এত সাফলতা, পরিচিতি সত্ত্বেও বার বার ট্রোলিং হতে হয় তাঁকে। এখনকার দিনে একটি ফ্যাশন হয়ে দাঁড়িয়ে যেন এই ট্রোলিং। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে যে, কখনও নাচের দৃশ্য বা কখনও এমনি হেঁটে আসার দৃশ্য। সবেতেই মেয়ের মুখের জায়গায় শাহরুখ খানের ছবি বসিয়ে রীতিমতো ট্রোলিং করা হয়েছে তাকে।

এর আগেও সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের নেপটিজম নিয়ে অনেকবার অনেক রকম ভাবে ট্রোল করা হয়েছিল অনেক নায়িকাকে। সেই তালিকায় ছিল আলিয়া ভাট ও করণ জোহর, সোনাম কাপুর এর নাম। তবে, সম্প্রতি শাহরুখ খানকে নিয়ে করা এই ট্রোলিং ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে সোসাল মিডিয়ায়।

ADVERTISEMENT

Related Articles