শাহরুখ-গৌরী থেকে অক্ষয়-টুইঙ্কেল! বলি তারকা দম্পতিদের সম্পত্তির পরিমাণ জানলে অবাক হবেন আপনিও

বলিউড জগৎ মানেই নাম, যশ, খ্যাতিতে ভরপুর। গ্ল্যামার এই দুনিয়ায় অনেকেই কেরিয়ার গড়তে চান। কিন্তু তার মধ্যে কেউ কেউ আছেন সাফল্য পান। আবার অনেকে মায়ানগরীর অন্ধকারে হারিয়ে যান। তবে, যারা সাফল্য পান তাদের সম্পত্তির পরিমান জানলে আপনি অবাক হবেন। আজকের এই প্রতিবেদনে আমরা এমন কিছু সেলিব্রেটি তারকার কথাই বলবো। চলুন তবে দেখে নেওয়া যাক তারা কারা।
শাহরুখ-গৌরী (Shahrukh-Gauri)
বলিউডের অন্যতম ধনী দম্পতি হলেন শাহরুখ খান ও গৌরী খান। তাদের কেমিস্ট্রি নিয়ে নতুন করে বলার কিছু নেই। যৌথভাবে তাদের সম্পত্তির পরিমান ৮০৯৬ কোটি টাকা।
সাইফ আলী খান-করিনা কাপুর (Saif-Kareena)
সইফ ও করিনা হলেন বলিউডের অন্যতম ধনী দম্পতিদের মধ্যে একজন। পাশাপাশি তারা জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীও বটে। তাদের মোট সম্পত্তির পরিমান ১৯৬৮ কোটি টাকা।
অক্ষয় কুমার-টুইঙ্কেল খান্না (Akshay-Twinkle)
বলিপাড়ার আরও এক জনপ্রিয় তারকা দম্পতি হলেন অক্ষয় ও টুইঙ্কেল। তাদের মোট সম্পত্তির পরিমান ৩৫৪২ কোটি টাকা।
দীপিকা পাড়ুকোন-রণবীর সিং (Deepa-Ranveer)
বলিপাড়ার মোস্ট ফানলাভিং কাপেল হলেন দীপিকা ও রণবীর। যৌথভাবে তাদের মোট সম্পত্তির পরিমান ৭৪৪ কোটি টাকা।
সোনম-আনন্দ (Sonam-Anand)
অনিল কাপুরের কন্যা ও জামাই সোনম ও আনন্দকে আশাকরি সকলেই চেনেন। তাদের মোট সম্পত্তির পরিমান ৪৯০০ কোটি টাকা।
তাহলে জেনে গেলেন নিশ্চই বলি তারকাদের মোট সম্পত্তির পরিমান।