Advertisement
Entertainment

Shahrukh -Aryan: ফের নেপোটিজম! এবার বলিউডে ডেবিউ করতে চলেছেন শাহরুখ পুত্র আরিয়ান খান

Advertisement
Advertisements

গত বছরের শেষের দিকেই এনসিবি (NCB)-এর হাতে ধরা পড়েছিলেন শাহরুখ পুত্র আরিয়ান খান (Aryan Khan)। তারপর তা নিয়ে কম জলঘোলা হয়নি। দীর্ঘদিন জেলবন্দীও ছিলেন তিনি। যে কারণে শাহরুখ খান (Shah Rukh Khan), গৌরী খান (Gauri Khan) ও তার বোন সুহানা খান (Suhana Khan) সোশ্যাল মিডিয়া (Social Media) থেকে নিজেদের গুটিয়ে নিয়েছিলেন বেশ কিছু দিনের জন্য। তবে সম্প্রতি শোনা যাচ্ছে আরিয়ান বদলে গেছে। বোন সুহানার সাথে কয়েকদিন আগেই আইপিএল (IPL) নিলামে দেখা গিয়েছিলো আরিয়ানকে।

Shahrukh -Aryan: ফের নেপোটিজম! এবার বলিউডে ডেবিউ করতে চলেছেন শাহরুখ পুত্র আরিয়ান খান

Advertisements

শাহরুখের অবর্তমানে কেকেআর (KKR) টিম ম্যানেজমেন্ট হেড তিনি বলে জানা যাচ্ছে। তবে এখন নতুন একটি খবর মাথাচাড়া দিয়ে উঠেছে। সম্প্রতি শোনা যাচ্ছে বলিউডে পা রাখতে চলেছেন আরিয়ান খান। এক সাথে দু-দুটি কাজ করতে চলেছেন আরিয়ান। ফিচার ফিল্ম (Feature Film) ও ওয়েব সিরিজ (Web Series) একসাথেই কাজ সামলাবেন তিনি। তবে এই ক্ষেত্রে অবশ্যই বলে রাখা ভালো অভিনেতা হিসাবে নয়। বরং চিত্র নাট্যকার ও পরিচালকের ভূমিকায় দেখা যাবে তাঁকে।

Advertisements

Shahrukh -Aryan: ফের নেপোটিজম! এবার বলিউডে ডেবিউ করতে চলেছেন শাহরুখ পুত্র আরিয়ান খান

বাবা শাহরুখ খান বরাবরই ছেলের লেখার ফ্যান বলেছেন। তাঁর লেখা পড়লেই নাকি কিং খান প্রেমে পরে যান। আমাজন প্রাইমে (Amazon Prime) এই ওয়েব সিরিজটি দেখা যাবে। অন্যদিকে ফিচার ফিল্মিটির প্রযোজনা করবেন শাহরুখ-এর প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট। আরিয়ানের আসন্ন ওয়েব সিরিজ ‘থ্রিলার’-এ এক ফ্যানের গল্প দেখা যাবে।

Shahrukh -Aryan: ফের নেপোটিজম! এবার বলিউডে ডেবিউ করতে চলেছেন শাহরুখ পুত্র আরিয়ান খান

শুধু এটুকুই নয়, রেড চিলিজ এন্টারটেইনমেন্টের একাধিক প্রোজেক্টে লেখক বিলাল সিদ্দিকীর সঙ্গে লিখছেন আরিয়ান। তবে, নেপোটিজম নিয়ে ফের মুখ খুলছেন সাধারণ মানুষ। শাহরুখ পুত্রের বলিউডে ডেবিউ করার খবর চাউর হতেই আরিয়ানকে নিয়ে ঘটা সব বিতর্কও নিয়ে আবার মানুষ সমালোচনা শুরু করেছেন।

Shahrukh -Aryan: ফের নেপোটিজম! এবার বলিউডে ডেবিউ করতে চলেছেন শাহরুখ পুত্র আরিয়ান খান