Jawan: সব রেকর্ড ভেঙে দিল জওয়ান, বক্সঅফিসে কত কালেকশন করলো শাহরুখের এই ছবি? দেখে নিন

Jawan Box Office Collection: পুরনো সমস্ত রেকর্ড ভেঙে একের পর এক মাইলস্টোন অতিক্রম করে চলেছে শাহরুখ খানের (Shah Rukh Khan) ‘জওয়ান’ (Jawan)। একদিনে এই ছবি ব্যবসা করে ফেলেছে 74 কোটি টাকার। যদিও এই পরিসংখ্যান কেবলমাত্র ঘরোয়া বাজারের। এর বাইরেও বিদেশের বাজারে রমরমিয়ে চলছে অ্যাটলি পরিচালিত এই ছবি। অর্থাৎ বলাই যায়, মাত্র একদিনেই আনুমানিক 100 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে বলিউড বাদশার এই ছবি।
বক্স অফিসে ছবি মুক্তি পেতেই শাহরুখ ভক্তদের মধ্যে দেখা যায় উন্মাদনা। জন্মাষ্টমীর দিন সিনেমা হলে ব্যাপক ভিড় জমিয়েছিলেন আমজনতা। উইকেন্ড পড়তেই এক লাফে বেড়ে গেল আয়। শনিবার এই ছবির ব্যবসা বেড়েছে 39.96 শতাংশ। বিভিন্ন রিপোর্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কেবলমাত্র শনিবার এই ছবি আয় করেছে 74.50 কোটি টাকা। যার মধ্যে 66 কোটি হিন্দিতে, 5 কোটি তামিলে আর 3.5 তেলেগুতে।
অন্যদিকে বৃহস্পতিবার অর্থাৎ মুক্তি পাওয়ার দিন ভারতের বাজারে এই ছবি ব্যবসা করেছিল 75 কোটি টাকা। যার মধ্যে 5.5 কোটি এসেছিল তামিল থেকে, 4 কোটি টাকা আয় হয়েছিল তেলেগু থেকে। অন্যদিকে শুক্রবার কিছুটা আয় কমে গিয়েছিল। সেদিন মোট 53.23 কোটি টাকা আয় করেছিল এই ছবি। তবে শনিবার করতেই বদলে গেল সেই চিত্র।
বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, এর আগে নাকি শনিবার কোনো বলিউড ছবি 66 কোটি টাকা আয় করতে পারেনি। এমনকি শাহরুখের সবচেয়ে বড় ওপেনিং পাওয়া বলিউড ছবিও হেরে গিয়েছে ‘জওয়ানের’ কাছে। বলা ভালো নিজের রেকর্ড নিজেই ভাঙছেন কিং খান। অ্যাটলি পরিচালিত এই ছবিতে শাহরুখ ছাড়াও দেখা মিলেছে নয়নতারা, বিজয় সেতুপতি, দীপিকা পাড়ুকোন সহ বেশ কিছু তাবড় তাবড় তারকাদের।