×
EntertainmentViral Video

প্রকাশ্যে সকলের সামনে দীপিকাকে চুমু খেলেন শাহরুখ খান, তুমুল ভাইরাল ভিডিও

বলিউডের প্রথম সারির নায়ক ও নায়িকা দের মধ্যে রয়েছে তাঁদের নাম। অভিনয়ের মাধ্যমে তাঁরা জয় করে নিয়েছে সকলের মন। একজন হলেন ভারতীয় অভিনেতা, প্রযোজক,টেলিভিশন উপস্থাপক তথা মানবসেবী বলিউডের বাদশা শাহরুখ খান। আর অন্যজন হলেন বলিউডের টপমোস্ট অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

তাঁদের জুটি যে, দর্শকদের কতটা প্রিয় তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। দীপিকা পাডুকোনের প্রথম বলিউডে প্লে ব্যাক শাহরুখের হাত ধরেই। ২০০৭ সালে তার প্রথম বলিউড ব্লকবাস্টার চলচ্চিত্র ‘ওম শান্তি ওম’ মুক্তি পায়। যেখানে তিনি শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেন।

ADVERTISEMENT

২০১৪ সালের একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে, যেখানে কোনো একটি মুভির প্রিমিয়ারে এসেছিলেন শাহরুখ খান, দীপিকা পাডুকোন সহ, সোনু সুদ সহ আরও অনেক নামকরা অভিনেতা ও অভিনেত্রীরা।

আর সেখানেই দেখা যায়, সবাই সবাইকে গালে চুমু খাচ্ছেন। নিছকই মজার ছলে এটি করছেন সেটি ভিডিওটি দেখলেই বোঝা যাচ্ছে। তবে, ঠিক তেমনই একটা মুহূর্তে শাহরুখ খান দীপিকা পাডুকোনের গালেও চুমু খান। পাশাপশি দীপিকা পাডুকোনও চুমু খান বলিউড বাদশার গালে। আর এই ভিডিওটি বেশ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

ADVERTISEMENT

Related Articles