EntertainmentVideoViral Video

হেমন্তর গানে টাকলা মাথায় মেট্রোর মধ্যে উদ্দাম নাচ ‘জওয়ান’ শাহরুখের! ব্যাপক ভাইরাল ভিডিও

হেমন্তের গানে ‛জওয়ান’ শাহরুখের নাচ দেখে তাজ্জব নেটপাড়া! কিন্তু এই নাচের কোরিওগ্রাফার কে জানেন কি? ভরপুর চমক নিয়ে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে শাহরুখ খানের (Shah Rukh Khan) ‛জওয়ান’ (Jawan) ছবির ট্রেলার। মাত্র ২ মিনিট ১২ সেকেন্ডের এই ট্রেলারে উঠে এসেছে অনেক কিছু। যা দেখে রীতিমতো মাথা ঘুরছে সবার। একজন জওয়ান জানেন না তিনি আদতে কে, তার পরিচয় কি, তিনি পাপ নাকি পূর্ণ, খারাপ নাকি ভালো এসব কোনো কিছুরই উত্তর তার কাছে নেই।

তবে, এসব উত্তর খুঁজতেই পর্দায় আসছে শাহরুখ (Shah Rukh Khan) ও অ্যাটলির (Atlee) যুগলবন্দী ‛জওয়ান’। ট্রেনের মধ্যে অ্যাকশন থেকে শুরু করে হেলিকপ্টারে মারপিটের দৃশ্য সহ কার চেজিং সবই থাকবে এই সিনেমায়। এমনকি গোটা গায়ে ব্যান্ডেজ বেঁধে রণমূর্তি রূপেও দেখা মিলছে শাহরুখের। টানটান উত্তেজনা নিয়ে আবারও একবার ভক্তরা যে হলমুখী হতে চলেছেন তা বলাই যায়। তবে, শুধুই অ্যাকশন নয়। বলিউডের (Bollywood) মসলাদার নাচ গানের দৃশ্যও রয়েছে এই সিনেমায়।

কিন্তু সম্প্রতি এই ছবির আরও এক বড় চমক এসেছে প্রকাশ্যে। আর তা হল মেট্রোর ভিতর শাহরুখের (Shah Rukh Khan) নাচ। ন্যাড়া মাথা, চোখে কালো সানগ্লাস, কাঁচা-পাকা দাঁড়ি, হাতে বন্দুক নিয়ে খলনায়কের অবতারে বাদশা যে নাচ দেখিয়েছেন তা এখন তুমুল ভাইরাল। ১৯৬২ সালে হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া ‛বে করার করকে হামকো’ গানে নেচে তাক লাগিয়েছেন শাহরুখ। যে ছবির জন্য গানটি গেয়েছিলেন গায়ক মশাই সেই ছবিটির নাম ছিল ‛বিশ সাল বাদ’। যার মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়।

এতবছর পরে সেই গানেই শাহরুখ খানকে (Shah Rukh Khan) কোমর দোলাতে দেখে নস্ট্যালজিক হয়ে পড়েছেন অনুরাগীরা। কিন্তু আসল প্রশ্ন হল এই নাচের কোরিওগ্রাফার কে? আর সেই বিষয়ে স্বয়ং অভিনেতা জানিয়েছেন যে, এই গানের দৃশ্যের আইডিয়া আটলির হলেও কোরিওগ্রাফ নাকি তিনি নিজেই করেছেন। এখন শুধু ভক্তরা সিনেমা রিলিজের অপেক্ষায়।