×
Entertainment

রাস্তায় বেরোলে গৌরীকে বৌদি বলে সম্বোধন করেন শাহরুখ, গোপন কথা ফাঁস করেন খোদ কিং খান

বলিউডের “বাদশাহ” ও বলিউডের “কিং খান” হিসেবে একনামেই যাকে সারা দুনিয়া চেনে তিনি হলেন শাহরুখ খান। তাঁর চলচ্চিত্রের সংখ্যা অগণিত। অসামান্য একজন ব্যাক্তিত্ব তথা অসাধারণ অভিনয় দিয়ে তিনি মন জয় করে নিয়েছেন সকল মানুষের। হিন্দি চলচ্চিত্রে অবদানের জন্য ২০০২ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে।

১৯৮০ এর দশকের শেষের দিকে বেশ কিছু টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তাঁর অভিনয় জীবন শুরু হয়। এরপর ১৯৯২ সালে দিওয়ানা ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। তিনি ডর, বাজীগর, আঞ্জাম চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেন।

এরপর একেএকে বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রে অভিনয় করেন। সেগুলির মধ্যে অন্যতম হল দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, কুছ কুছ হোতা হায়, কাভি খুশি কাভি গাম, দেবদাস ইত্যাদি। ওয়েলথ এক্স সংস্থার বিচারে বিশ্বের সবচেয়ে ধনী হলিউড ও বলিউড তারকাদের তালিকায় শাহরুখ খান দ্বিতীয় স্থান অর্জন করে নিয়েছে। তাকে বিশ্বের অন্যতম সফল চলচ্চিত্র তারকা বলে অভিহিত করা হয়।

কিন্তু, এত সাফলতার পিছনে যেই মানুষটি র অবদান সবচেয়ে বেশি সে হল বলিউড বাদশার স্ত্রী গৌরী খান। জীবনের ভালো মন্দ সব সময়ের গৌরী তাঁর সঙ্গে থেকেছে। আর তাই এত ঝড় ঝাপটা পেরিয়ে আজও তাঁরা একসঙ্গে রয়েছে। তবে, এই রিয়েল লাইফ পপুলার জুটির মধ্যেও রয়েছে কিছু দুস্টু-মিষ্টি কাহিনী। গৌরী খানকে শাহরুখ খান বাইরে নিতে বেরোলেই বৌদি বলে ডাকে।

কিন্তু এই বৌদি বলার পিছনেও রয়েছে মস্ত বড় কারণ। আর সেটা হল একদিন দিল্লির একটি পার্কে শাহরুখ খান বসে ছিলেন। আর তারপর একজন দরিদ্র মেয়ে আসে। আর তারপর শাহরুখ খান মেয়েটির সঙ্গে কথা বলতে থাকে। আর তারপর কিছু ছেলে এসে অভিনেতাকে প্রশ্ন করে মেয়েটি কে? বলিউড বাদশা যথারীতি উত্তর দেয় মেয়েটি তার প্রেমিকা। কিন্তু ছেলেটি মানতে নারাজ হয় শাহরুখ খানের কথা। আর তারপর ওই দরিদ্র মেয়েটি রেগে গিয়ে ওই ছেলেটিকে বলে যে, সে অভিনেতার বৌদি। কিন্তু ওই গুন্ডার দল বারবারই অভিনেতা বা মেয়েটির কথা মানতে নারাজ।

আর তারপর থেকেই শাহরুখ খান গৌরীকে নিয়ে বেরোয় ততবারই বৌদি বলে সম্মোধন করে। সম্প্রতি গৌরীকে বৌদি বলে ডাকার এই গোপন রহস্যই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ২০১৬ সালে কপিল শর্মা শোতে খোদ কিং খান তার জীবনের এই গোপন তথ্য প্রকাশ করেন।