শাহরুখ, সালমান নাকি আমির! বলিউডের ৩ খানের মধ্যে কে সবচেয়ে ধনী? জানলে চমকে যাবেন

বলিউড মানেই খানেদের নাম সেখানে জুড়ে থাকবেই। তিন খান একসাথে মিলে যেভাবে দেশীয় সিনেমাকে পৃথিবীর সামনে নিয়ে হাজির করিয়েছেন তা অবিশ্বাস্য। তবে ক্যামেরার সামনে আমির (Amir Khan), সলমান (Salman Khan) ও শাহরুখের (Shah Rukh Khan) বন্ধুত্ব থাকলেও প্রতিযোগিতা সবসময়ই চলতে থাকে। গত বছর আমিরের ছবি লাল সিং চড্ডা বক্স অফিসে সাফল্য আনতে পারেনি।
এই বছর ২৫ সে জানুয়ারি শাহরুখের ‘পাঠান’ রিলিজ করবে। ছবির গান ও ট্রেলার আগে থেকেই হিট বলা যায়। অন্যদিকে ভাইজানকে ‘কিসি কা ভাই কিসি কি জান’, ‘টাইগার থ্রি’ -র মতো ছবিতে দেখা যাবে চলতি বছরে। তবে ২০২৩ সালে দাঁড়িয়ে এই তিন অভিনেতার সম্পত্তির পরিমান কত জানেন? কে এগিয়ে আছেন সব থেকে আজ আপনাদের জানাবো।
সলমান খান –
মুম্বইয়ের ব্যান্ডস্ট্যান্ডে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের দু’টি ফ্লোরের মালিক সলমান খান যার মূল্য কম করে ১০০ কোটি টাকা। গ্যারাজে আছে পছন্দের গাড়ি। সাথেই বর্তমানে তিনি সিনেমা পিছু ১০০ কোটি টাকা নিয়ে থাকেন। এছাড়াও তাঁর বার্ষিক আয় কমপক্ষে ২২০ কোটি টাকা। অর্থাৎ প্রতি মাসে ১৬ কোটিরও বেশি টাকা আয় করেন তিনি। সাথেই নিজস্ব জামাকাপড় ব্র্যান্ড বিয়িং হিউম্যান ১.১ কোটি টাকার টার্নওভার আছে। সব মিলিয়ে ২০২৩ সালে দাঁড়িয়ে ভাইজানের মোট সম্পত্তির পরিমান ২৫৮০ কোটি টাকা।
আমির খান –
পারফেকশনিস্ট আমির খান সোশ্যাল মাধ্যমে নিজে এক্টিভ থাকতে ভালোবাসেন না। তবে তিনি তার কাজ নিয়ে খুব এক্টিভ। বান্দ্রার কার্টার রোডে বিলাসবহুল বাড়ি আছে তার। দু একর জমির উপরে ৭ কোটি টাকা খরচ করে ফার্ম হাউজ কিনেছেন তিনি। ২০২৩ সালে দাঁড়িয়ে তাঁর মোট সম্পত্তির পরিমান ১৮৬২ কোটি টাকা।
শাহরুখ খান –
বলিউডের বাদশা একসময় পৃথিবীর সবথেকে দ্বিতীয় ধনী ব্যক্তি ছিলেন। এমন নয় তিনি বর্তমানে ধনী নন। তাঁর স্বপ্নের বাড়ি মান্নাত এর দাম ২০০ কোটি টাকা। সিনেমা পিছু এখন ১০০ কোটি পারিশ্রমিক নেন। সাথেই বিজ্ঞাপন, প্রযোজনা সংস্থার কর্ণধার। IPL থেকেও মোটা টাকা আয় আছে তাঁর। এসব মিলিয়ে বর্তমান বছরে তাঁর মোট সম্পত্তির পরিমান ৬২৮৪ কোটি টাকা।
তাহলে অন্য খানেদের থেকে শাহরুখ খান সবার থেকে অনেকটাই এগিয়ে আছে। এই প্রতিযোগিতায় যে তিনি অনায়েসেই জিতে গেলেন তা বলার অপেক্ষা রাখে না।