×
Entertainment

ভেঙে গুঁড়িয়ে দিল ‘Bahubali 2’- এর রেকর্ড! প্রথম সপ্তাহেই ৩০০ কোটির ব্যবসা করলো শাহরুখের ‘পাঠান’

‘পাঠান’ রিলিজের পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙেই চলেছে। আবারো যে বলিউড শাহরুখ খানের হাত ধরেই দক্ষিনী সিনেমার ভিড়ে চাপা পরে যাওয়া পুরোনো সিংহাসন ফিরে পেলো তা বলার অপেক্ষা রাখে না। শাহরুখ খান-অভিনীত এই ছবি দ্রুততম হিন্দি ছবি হিসেবে ৩০০ কোটির ঘরে প্রবেশ করেছে। তার সাথেই ‘বাহুবলি ২’ কিংবা ‘দঙ্গল’ -এর মতো সিনেমাকেও বিভিন্ন রেকর্ড থেকে পিছনে ফেলে দিয়েছে।

ভেঙে গুঁড়িয়ে দিল 'Bahubali 2'- এর রেকর্ড! প্রথম সপ্তাহেই ৩০০ কোটির ব্যবসা করলো শাহরুখের 'পাঠান' -

পাঠানের প্রথম সপ্তাহের শেষে দেশে সংগ্রহ এখনও পর্যন্ত ৩১৫ কোটি টাকা। সেটা অবশ্য বিশ্বব্যাপী ৬০৬ কোটি টাকাও টপকে গেছে। যেভাবে দৌড়াচ্ছে পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই সিনেমা তাতে ১০০০ কোটি পার করতে খুব কষ্ট করতে হবে না। সোমবার সাড়া দেশে কর্মব্যস্ততার দিনেও ২৫.৫০ কোটি টাকা আয় করছে। তারপরে মঙ্গলবার করেছে ২১ কোটি টাকা। পাঠান ভারতীয় সিনেমায় প্রথম যা মাত্র ৭ দিনের মধ্যে ৩০০ কোটির গন্ডি পেরিয়ে গেছে।

ভেঙে গুঁড়িয়ে দিল 'Bahubali 2'- এর রেকর্ড! প্রথম সপ্তাহেই ৩০০ কোটির ব্যবসা করলো শাহরুখের 'পাঠান' -

২০১৭ সালের ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’-এর হিন্দি সংস্করণের ৩০০ কোটিতে প্রবেশ করতে সময় লেগেছিলো ১০ দিন। ‘KGF: চ্যাপ্টার ২’-এর হিন্দি সংস্করণ করেছিল ১১ দিনে। অন্যদিকে ১৩ দিনে আমির খানের ‘দঙ্গল’, ১৬ দিনের ব্যাবধানে ‘সঞ্জু’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ প্রবেশ করেছিল। আমিরের ‘পিকে’ এবং হৃতিক রোশনের ‘ওয়ার’ সিনেমা দুটি ১৭ দিন এবং ১৯ দিনে ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করেছিল।

ভেঙে গুঁড়িয়ে দিল 'Bahubali 2'- এর রেকর্ড! প্রথম সপ্তাহেই ৩০০ কোটির ব্যবসা করলো শাহরুখের 'পাঠান' -

শাহরুখ ছাড়াও পাঠান ছবিতে দীপিকা পাডুকোন (Deepika Padukone), জন আব্রাহাম (John Abraham) উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন। ক্যামিও চরিত্রে ভাইজান সলমন খানের (Salman Khan) দেখা মিলেছে যেখান থেকেই দর্শকরা আবারো তাদের একসাথে একটি সিনেমায় দেখতে চেয়েছেন। ছবির সাফল্যের পরে প্রথম সাংবাদিক সাক্ষাৎকারে ফেলে আসা ফ্লপ থেকে পাঠানের হিট হওয়া সব কিছু নিয়েই মুখ খুলেছেন কিং খান। দর্শকদের ভালোবাসাতেই যে তিনি হয়েছেন ‘কিং খান’ তা আরও একবার মাইক হাতে বুঝিয়ে দিয়েছেন তিনি।