×
EntertainmentVideoViral Video

‘ঝুমে জো পাঠান’, ট্রেন্ডিং হিন্দি গানে মাঠের মধ্যে উদ্দাম নাচ বিরাটের, প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ

গত ২৫ সে জানুয়ারি মুক্তি পেয়েছে বহুপ্রতিক্ষিত সিনেমা ‘পাঠান’। আর সিনেমার দুটি গান এখনও পর্যন্ত যেভাবে বিশ্বব্যাপী নাম করেছে তা আলাদা করে বলার দরকার হবে না। ‘বেশরম রং’ ও ‘ঝুমে জো পাঠান’ গানের তালে সকল অনুরাগীরা হুক স্টেপ করতে ব্যস্ত। তবে মাঠের মধ্যেই যে বিরাট কোহলি (Virat Kohli) ও রবীন্দ্র জাদেজা (Rabindra Jadeja) গানের তালে নাচ করবেন তা হয়তো কেউ ভাবেননি।

'ঝুমে জো পাঠান', ট্রেন্ডিং হিন্দি গানে মাঠের মধ্যে উদ্দাম নাচ বিরাটের, প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ -

খেলার ফাঁকে চুপিসারে ‘ঝুমে জো পাঠান’ গানে নাচতে শুরু করেছিলেন বিরাট। হয়ত ভেবেছিলেন কেউ খেয়াল করবেন না। তবে চুপি সারে কিং খানের গানের তালে নাচবেন আর কেউ বুঝবেন না তা কি হয় বলুন। তার নাচ পুরোপুরি ক্যামেরায় ধরা পড়েছে ও মুহূর্তের মধ্যেই টুইটারের মধ্যে দিয়ে ছড়িয়ে পরে। টুইটারেই এক শাহরুখ অনুরাগী পাঠিয়েছেন কিং খানের কাছে।

'ঝুমে জো পাঠান', ট্রেন্ডিং হিন্দি গানে মাঠের মধ্যে উদ্দাম নাচ বিরাটের, প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ -

‘আস্ক শাহরুখ’ সেশনে বিরাটের নাচের ভিডিয়ো দেখিয়ে শাহরুখের মতামত জানতে চেয়েছিলেন এক অনুরাগী। আর কিং খান তার মজার রিপ্লাই করবেন না তা কি হয়। শাহরুখ নিজের টুইটারে সেই ভিডিও শেয়ার করে লিখেছেন -‘তাঁরা আমার থেকে অনেক ভালো করেছে। মনে হচ্ছে বিরাট ও জাদেজার থেকে শিখতে হবে’। কিং খানের এই রিপ্লাই ঝরের গতিতে ছড়িয়ে পড়েছে। ৯ সেকেন্ডের এই ভিডিও ইতিমধ্যেই ৫ লক্ষের কাছাকাছি মানুষ দেখে নিয়েছেন। ৪০ হাজার লাইক ও প্রচুর রি-টুইট হয়েছে এই ভিডিও।

বিশ্বব্যাপী এখনও পর্যন্ত ৯৫৩ কোটি টাকা আয় করেছে পাঠান। তৃতীয় রবিবার ১২.৬০ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে পাঠানের। ‘বাহুবলী ২’-এর হিন্দি ডাবড ভার্সন ৫১১ কোটি টাকায় পৌঁছেছিলো। আর এখনও পর্যন্ত ৪৭৫ কোটির গন্ডি পার করে ফেলেছে পাঠান। সব মিলিয়ে এবার বাহুবলি ২ কেও ছাপিয়ে নতুন রেকর্ড তৈরী করবে কিং খানের এই সিনেমা তা বলার অপেক্ষা রাখে না।