×
Entertainment

বলিউডে পা রেখেই মন জয় ‘বাদশাহ’-র! অনির্বাণের প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ

অনির্বানের (Anirban Bhattacharya) প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ (Shah Rukh Khan)! টুইট করে জানালেন শুভেচ্ছা। বলিউডের ‛কিং খান’ তিনি। বয়স পঞ্চাশ পেরোলেও এখনও তার ক্রেজ বর্তমান। বলতে গেলে বলিউডি সাম্রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখনও তার ছবি দরকার প্রতিটি হলে। সাম্প্রতিক কালে তার ‛পাঠান’ সিনেমা কি প্রকার সাফল্য অর্জন করেছে তা আশাকরি কাউকে বলে দেওয়ার নয়। আর তাই তার ব্যস্ততা নিয়েও কিছু বলার থাকেনা।

বলিউডে পা রেখেই মন জয় 'বাদশাহ'-র! অনির্বাণের প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ -

কিন্তু শত ব্যস্ততার মাঝেও তিনি কিন্তু প্রিয় বন্ধুর ছবির প্রশংসা করতে একেবারেই ভোলেননি। রানী মুখার্জি (Rani Mukherjee) অভিনীত ছবি ‛মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ দেখেছেন শাহরুখ। অসীমা ছিব্বর অভিনীত এই ছবি রীতিমতো মন ছুঁয়েছে শাহরুখের। আর তাইতো নিজেই টুইট করে করলেন প্রশংসা। ছবি দেখে তিনি যে বেশ মুগ্ধ হয়েছেন তাও জানিয়েছেন বাদশাহ।

বলিউডে পা রেখেই মন জয় 'বাদশাহ'-র! অনির্বাণের প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ -

ছবির অভিনেতা সহ পুরো টিমের প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ। অভিনেতা প্রশংসা করতে গিয়ে টুইট করে লিখেছেন যে, ‛মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে-র পক্ষ থেকে কি অসম্ভব সুন্দর প্রয়াস। মুখ্য চরিত্রে আমার রাণী তাক লাগিয়ে দিয়েছে। আক্ষরিক অর্থেই একজন রানীই এমন করতে পারে’। আর এই সিনেমায় রানীর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন বাংলার জনপ্রিয় প্রথম সারির অভিনেতা অনির্বাণ।

বলিউডে পা রেখেই মন জয় 'বাদশাহ'-র! অনির্বাণের প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ -

তার অভিনয়েও মুগ্ধ হয়েছেন বাদশা। এমনকি এই ছবিতে আরও যারা কাজ করেছেন তাদের প্রশংসায়ও পঞ্চমুখ শাহরুখ। এমনকি অনির্বাণকে টুইট করেন বাদশা লিখেছেন ‛প্রত্যেকের কাজ দেখার মতো। সকলের এই ছবিটি দেখা উচিত’। স্বয়ং বাদশাহের কাছ থেকে বাংলার এক অভিনেতার প্রশংসা এযেন গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে গর্বের।