জামাইয়ের রিসেপশনে দুর্দান্ত লুকে রানিমা, গৌরব-দেবলীনার পাশে নজর কাড়লেন দীতিপ্রীয়া
শুরু হয়ে গিয়েছে বিয়ের মরসুম। একে একে বিয়ে সারছেন তারকা দম্পতিরা। সম্প্রতি সাত পাকে বাঁধা পড়েছেন আপনাদের প্রিয় অভিনেতা ও অভিনেত্রী। বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় নায়িকা দেবলীনা কুমার ও অন্যদিকে বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় দুজনে সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।
দেবলীনা হলেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার-এর সুযোগ্য কন্যা। আর গৌরব হলেন মহানায়ক উত্তম কুমারের নাতি। ৯ ডিসেম্বর বৈদিক মতে দেবলীনা ও গৌরব সাত পাকে বাঁধা পড়েছেন। লাল বেনারসীতে রীতিমতো বাঙালি নববধূর সাজেই দেখা গেছিল দেবলিনাকে। সঙ্গে গৌরবের পরনে ছিল সাদা ডিজাইনার ধুতি-পাঞ্জাবি।
গত ১১ ডিসেম্বর ছিল তাঁদের বৌভাত পর্ব। এই করোনা আবহে শুধুমাত্র ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যদের নিয়েই বৌভাতের অনুষ্ঠান সারেন তাঁরা। এরপর ১৩ ডিসেম্বর ইসলাম মতে ফের বিয়ে হয় তাদের।
তবে, বিয়ে ও বৌভাতে দেবলীনা ও গৌরবকে শাড়ি ও পাঞ্জাবিতে দেখা গেলেও তার পরের দিন ১৪ ডিসেম্বর অর্থাৎ সংগীতের দিন তাঁদের দুজনকেই দেখা গেছিল একটু অন্যরকম সাজে। দেবলীনার পরনে ছিল হালকা সবুজ রঙের ফ্লোরাল প্রিন্টেড লেহেঙ্গা। সঙ্গে মানানসই চুরি, ও গয়না। আর গৌরবের পরনে ছিল অভিষেক রায়ের ডিজাইন করা সাদা ওয়েস্টার্ন শেরওয়ানি। দুজনের এই লুক নজর কেড়েছে সবার।
আর সবশেষে ১৫ ডিসেম্বর হল গ্র্যান্ড রিসেপশন। আর সেদিন তারা খ্রিস্টান মতেও বিয়েটা সেরে নেন। ফাদার এসে তাদের আশীর্বাদও করেন। আর সেইদিন দেবলীনার পরনে ছিল সাদা রঙের গাউন, মাথায় সাদা ওড়না। আর গৌরবের পরনে হল বিদেশি কায়দায় কোর্ট প্যান্ট।
রিসেপশন পার্টিতে উপস্থিত ছিলেন টলিউডের প্রায় সকলেই। রীতিমতো চাঁদের হাট বসেছিল সেখানে। আর সেখানেই ওয়েস্টার্ন পোশাকে জামাইয়ের আসল বিয়ের রিসেপশন পার্টিতে হাজির হলেন স্বয়ং রানী মা। শর্ট চুলে হাতে ঘড়ি পরে হাজির দিতিপ্রিয়া। তাঁর এই লুকও রীতিমতো নজর কেড়েছে নেটিজেনদের।