Shreya Ghoshal: ৩৯-এ পা দিলেন শ্রেয়া ঘোষাল, জন্মদিনে দেখুন গায়িকার জীবনের বিশেষ কিছু মুহূর্ত

এককথায় তিনি রূপে লক্ষ্মী, গুনে সরস্বতী। কার কথা বলছি বলুন তো? তিনি হল গানের জগতের এক উজ্জ্বলতম নক্ষত্র শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। আজ তার জন্মদিন। ১৯৮৪ সালের ১২ মার্চ মুর্শিদাবাদের বহরমপুরের এক ব্রাহ্মণ, বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। যদিও তার বেড়ে ওঠা রাজস্থানের কোটা শহরে। কেননা তার বাবা বিশ্বজিৎ ঘোষাল চাকরি সূত্রে সেখানেই থাকতেন।
শ্রেয়ার মা শর্মিষ্ঠা ঘোষাল একজন সাহিত্যের ছাত্রী ছিলেন। শ্রেয়ারা এক ভাই এক বোন। শ্রেয়ার ভাইয়ের নাম সৌম্যদীপ ঘোষাল। যিনি কিছুদিন আগেই বিয়ে করেছেন। রাজস্থানে বড় হওয়া হলেও পরের দিকে বাবার কাজের কারণে মুম্বাই চলে আসেন শ্রেয়া। আর সেখানেই থাকতে শুরু করেন। এমনকি সেখানকার স্কুলে পড়াশোনা করেন। আর সেই থেকেই শিলাদিত্যর সঙ্গে পরিচয় শ্রেয়ার। যিনি কিনা এখন শ্রেয়ার স্বামী।
View this post on Instagram
২০১৫ সালে নিয়ম রীতি মেনে শিলাদিত্যর সঙ্গে বিয়ে সারেন গায়িকা। মাত্র ৪ বছর বয়স থেকে তিনি গান গাওয়া শুরু করেন। টলিউড (Tollywood) ও বলিউডের (Bollywood) বিভিন্ন চলচ্চিত্রে তিনি গান গেয়েছেন। এরপর নিজেকে একজন অন্যতম শীর্ষস্থানীয় গায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর গানের স্রোতে ভাসেননি এমন মানুষ বোধহয় খুব কমই আছেন পৃথিবীতে। বাংলা ও হিন্দি দুই গানেই তিনি মনজয় করে নিয়েছেন ভক্তদের।
View this post on Instagram
তবে, বাংলায় একটা প্রবাদ আছে ‛যে রাধে সে চুলও বাঁধে’। আর এই কথাটা পুরোপুরি ভাবে প্রযোজ্য শ্রেয়া ঘোষালের জন্য। যেমন তিনি কেরিয়ার সামলেছেন তেমনই সংসার করেছেন। ২০২১ সালের ২২ মে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। যার নাম রাখেন দেবয়ান। প্রথমে নামের বানান নিয়ে জটিলতা তৈরি হলেও পরে তার সমাধান করেন শ্রেয়া নিজেই। বর্তমানে নিজের কেরিয়ারের পাশাপাশি স্বামী-সন্তান নিয়ে তার বেশ ভালোই দিন কাটছে।