ফের কামব্যাক ‘মিঠাই’ ও ‘গাঁটছড়া’র, কত নম্বরে ‘অনুরাগের ছোঁয়া’ ও খেলনা বাড়ি? দেখুন TRP তালিকা

বৃহস্পতিবার মানেই টিআরপি তালিকা প্রকাশের দিন। তবে, এবারেও সেরার সেরা ধারাবাহিক ‛অনুরাগের ছোঁয়া’। ৮.৫ রেটিং নিয়ে প্রথম স্থান দখল করেছে এই সিরিয়াল। ৭.৯ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‛জগদ্ধাত্রী’। আর তৃতীয় স্থানে রয়েছে ‛খেলনা বাড়ি’। এই ধারাবাহিকের রেটিং ৭.৩।
সৃজন ও পর্ণার কেমিস্ট্রি যে ভালোই মনে ধরেছে নেটিজেনদের তা ভালোই বোঝা যাচ্ছে। আর তাইতো ৭.১ রেটিং নিয়ে চতুর্থ স্থানে রয়েছে এই সিরিয়াল। একই সঙ্গে ঈশান-গৌরীও রয়েছে চতুর্থ স্থানে। চলুন তবে দেখে নেওয়া যাক এসপ্তাহের টিআরপি তালিকা।
১.অনুরাগের ছোঁয়া (Anurager Chowa)-৮.৫
২.জগদ্ধাত্রী (Jagadhatri)-৭.৯
৩.খেলনা বাড়ি (Khelna Bari)-৭.৩
৪.গৌরী এলো (Gouri Elo)/ নিম ফুলের মধু (Neem Fuler Madhu)-৭.১
৫.পঞ্চমী (Panchami)-৬.৬
৬.রাঙা বউ (Ranga Bou)-৬.৫
৭. মেয়েবেলা (Meyebela)/ বাংলা মিডিয়াম (Bangla Medium)-৬.৩
৮. গাঁটছড়া (Gantchhora)/ মিঠাই (Mithai)-৫.৯
৯.সোহাগ জল (Sohag Jol)-৫.৭
১০. এক্কা দোক্কা (Ekka Dokka)-৫.৬
ওদিকে শোনা যাচ্ছে যে, ২৭ মার্চ থেকে ‛তোমার খোলা হাওয়া’ দুপুর ৩ টের স্লটে দেখানো হবে। আর নতুন শুরু হওয়া কমলা ও শ্রীমান পৃথ্বীরাজের রেটিং ৪.৮। এবার দেখার পালা আগামী দিনে এই ধারাবাহিক কতটা মনজয় করতে পারে দর্শকদের।