‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির ছোট্ট অঞ্জলি এখন যুবতী, হট লুকে ঝড় তুলে নেটদুনিয়ায়, দেখুন তার ছবি

১৯৯৮ সালের বিখ্যাত সিনেমা ‘কুচ কুচ হোতা হ্যায়’। সেখানের ‘অঞ্জলি’ চরিত্রটি নিশ্চয়ই মনে আছে। অভিনেত্রী কাজলের (Kajal) অঞ্জলি চরিত্র অবশ্যই মনে রাখার মতো। তবে শাহরুখের (Shahrukh Khan) ছোট্ট মেয়ে অঞ্জলিকে নিশ্চয়ই মনে আছে আপনাদের? যার আসল নাম সানা সাঈদ (Sana Saeed)। সেই সময় ১০ বছরের সানা আজ ৩৪ বছরের ভরা যৌবনের এক অভিনেত্রী। লক্ষ লক্ষ পুরুষ নিমেষেই লুটিয়ে পরেন তার হট ফিগারের জেল্লায়।
সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সক্রিয় সানা। সম্প্রতি কালো রঙের লেদার শর্ট ড্রেসে ফটো দিতে দেখা গেছে তাঁকে। বলাই বাহুল্য কতটা হট লাগছিলো নায়িকাকে। খোলা চুল, হালকা মেকআপ ও এক্সপ্রেশনে দশে দশ হাসিল করেছেন সানা। ক্যাপশনে লিখেছিলেন -‘আপনার পরমশক্তি হলো শান্ত থাকা’। এখনও পর্যন্ত হাজার হাজার লাইক ও কমেন্ট এসেছে তার উদ্দেশ্যে।
ইমস্টাগ্রামে লক্ষ লক্ষ ফলোয়ার্স সানা সাঈদের। সম্প্রতি সানা, সাবা ওয়াগ্নেরের সাথে সম্পর্কে জড়িয়েছেন। যেখানে দুজনেই একান্তে ছুটি কাটানোর মুহূর্ত শেয়ার করেছেন সানা। এসবের পাশাপাশি সানার কাজের সম্পর্কে বলতে গেলে ২০১২ সালে, করণ জোহর দ্বারা পরিচালিত জনপ্রিয় হিন্দি চলচ্চিত্র ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ -এ প্রাপ্তবয়স্ক হিসাবে পর্দায় তাঁর অভিষেক করেন সানা।
‘ঝলক দিখলা যা’ ৬ নম্বর সিজনে সানা প্রতিযোগী হিসাবে ছিলেন। ফের ২০১৬ সালে কালার্স টিভির জনপ্রিয় রিয়ালিটি টেলিভিশন অনুষ্ঠান ‘ফিয়ার ফ্যাক্টর: খাত্রোঁ কে খিলাড়ি’ তেও প্রতিযোগী হিসাবে ছিলেন তিনি। ধীরে ধীরে শাহরুখের সেই ছোট্ট মেয়ে অঞ্জলি যে আজ অনেক বড়ো হয়ে গেছে তা সানার সেসব হট ও মন মাতানো ফটো গুলি যেন প্রমাণ দিয়ে দেয়।