Entertainment

বন্ধন সিনেমার জিৎ-কোয়েলের ছেলে অংশুকে মনে আছে? বর্তমানে সে এক হ্যান্ডসাম যুবক! রইল ছবি

Advertisement
Advertisements

মাস্টার অংশু (Master Angshu) কে মনে আছে? জিৎ-কোয়েলের ছেলের চরিত্রে অভিনয় করে মনজয় করে নিয়েছিল সকলের। হ্যাঁ ‛বন্ধন’ ছবির সেই ছোট্ট ছেলেটির কথাই বলছি। যার অভিনয়ে মুগ্ধ হয়েছিল সকলেই। তবে, শুধু জিৎ-কোয়েলের ছেলে নয় কখনও মিঠুন চক্রবর্তীর ছেলের চরিত্রে আবার কখনও প্রসেনজিৎ-রচনার ছেলে হয়ে আবার কখনও ‛রাজু আঙ্কেল’ সিনেমায়ও তাকে দেখা গিয়েছে।

বন্ধন সিনেমার জিৎ-কোয়েলের ছেলে অংশুকে মনে আছে? বর্তমানে সে এক হ্যান্ডসাম যুবক! রইল ছবি

২০০৩ সালে ‛নাটের গুরু’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে প্রথম পা রাখেন অভিনয় জগতে। এরপর অনেক সিনেমায় অনেকের ছেলের চরিত্রে অভিনয় করেন। কিন্তু ‛বন্ধন’ সিনেমায় জিৎ-কোয়েলের ছেলের চরিত্রে তার অভিনয় প্রশংসা পেয়েছিল দর্শকমহলে। সেই সময় তার বয়স ছিল ৯ বছর। ২০০৪ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। দশম শ্রেণী পর্যন্ত চুটিয়ে কাজ করেছেন তিনি।

বন্ধন সিনেমার জিৎ-কোয়েলের ছেলে অংশুকে মনে আছে? বর্তমানে সে এক হ্যান্ডসাম যুবক! রইল ছবি

এরপর পেরিয়ে গিয়েছে অনেকগুলো বছর। সময়ের ব্যবধানে কতখানি বদলে গিয়েছে সেই ছোট্ট অংশু তা জানেন কি? না জানলে চলুন তবে দেখে নেওয়া যাক। এখন সে অনেক বেশি সুন্দর দেখতে হয়েছে। এককথায় বলা চলে একদম হ্যান্ডসাম বয়। তবে, ছোট বেলায় একের পর বিগ বাজেটের সিনেমায় তার দেখা মিললেও আচমকাই এই ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যান তিনি। শোনা যায় পড়াশোনার জন্য বিরতি নিয়েছিলেন।

এরপর ২০১৭ সালে ‛টেককেয়ার’ নামের একটি শর্টফিল্মে তার দেখা মিলেছিল। সেখানে তার অভিনয় দক্ষতার প্রশংসা করেছিলেন সকলেই। আর তারপর একসময়য়ের স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ‛কে আপন কে পর’ ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। তবে, ছোট বয়সে তার যা জনপ্রিয়তা ছিল এখন তার সিকিভাগও নেই বললেই চলে। তবে, তাই বলে একেবারেই দমে যাননি মাস্টার অংশু। বরং তীব্র ভাবে লড়াই জারি রেখেছেন।

বন্ধন সিনেমার জিৎ-কোয়েলের ছেলে অংশুকে মনে আছে? বর্তমানে সে এক হ্যান্ডসাম যুবক! রইল ছবি

অভিনয়ের পাশাপাশি মডেলিংও করেন অংশু বাচ (Angshu Bach)। তার ফেসবুক ও ইনস্টাগ্রাম হ্যান্ডেলে চোখ রাখলেই সে বিষয়ে জানা যাবে। আপাতত টলিউডে নিজের কেরিয়ার গড়তে মরিয়া অংশু।