মাত্র ৫ জনের জন্য ২০০ কোটির বাড়ি, রয়েছে বহু বিলাসবহুল গাড়ি, শাহরুখের সম্পত্তির পরিমাণ শুনলে চমকে যাবেন

১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মধ্যে দিয়ে প্রথম সিনেমার জগতে আত্মপ্রকাশ তার। দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে কিং খান বলিউডে রাজ করছেন কার্যত। তার আলাদা করে কোনো পরিচয়ের দরকার হয় না ভারত সহ বলিউডের বেতাজ বাদশা তিনি তাঁর নাম শাহরুখ খান (Shahrukh khan)। এখনও পর্যন্ত ১০৭ টি সিনেমা তাঁর ঝুলিতে আছে। চলতি বছরেই আরও ৩টি রিলিজ করবে। তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি শাহরুখ খানের বাড়ি, গাড়ি ও সম্পত্তির পরিমান ঠিক কত খানি এই নতুন বছরে দাঁড়িয়ে।
বাড়ি – ২৭,০০০ থেকেও বেশি স্কোয়ার ফুটের ‘মন্নত’ শাহরুখ খানের স্বপ্নের বাড়ি। 2001 সালে তিনি এই বাড়িটি কিনেছিলেন তবে সাজাতে অনেকটাই সময় লেগেছে। জানা যায় মন্নত এর মোট মূল্য ২০০ কোটি টাকার থেকেও বেশি।
সাথেই দুবাইয়ের Palm Jumeirah এ ‘Signature Villa’ আছে যার দাম কয়েক কোটি টাকা।
গাড়ি – নিশ্চয়ই বুঝতে পারছেন তার গাড়ির কালেকশন কেমন হতে পারে। অনেক লম্বা লিস্ট আছে যেখানে ১২ কোটি টাকা দামের পৃথিবীর সবথেকে দ্রুত গাড়ি Bugatti Veyron আছে তার কাছে। সাথেই BMW 7 Series Car, BMW 6 Series, Mitsubishi pajero, Audi A6, Land Cruiser, Rolls Royce Drophead Coupé সব মিলিয়ে ৫০ কোটির থেকেও বেশি টাকার গাড়ি আছে তার গ্যারাজে।
ব্র্যান্ড ও বিজ্ঞাপন – বর্তমানে তিনি ১২টি কোম্পানি, দেশ ও রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাজ করছেন
Byju’s
Dubai Tourism
West Bengal
Hyundai
Big basket
Frooti
Fair n Handsome
Foodpanda
Reliance Jio
Denver
Kent
Dish Tv
এসব থেকে শাহরুখ খানের বছরে ৫০ কোটির থেকেও বেশি আয় হয়।
সিনেমা ও পারিশ্রমিক : বর্তমানে সিনেমা প্রতি ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি। তার সাথেই ব্যবসা ও প্রযোজক হিসাবে তার আয় বছরে আরও অনেক।
মোট সম্পত্তি : বর্তমানে কিং খানের মোট সম্পত্তির পরিমান ৭২৫ মিলিয়ন অর্থাৎ ভারতীয় মুদ্রায় মোট ৫৯১০ কোটি টাকা। যে কারণে তিনি হলিউডের যে কোনো অভিনেতাদের থেকে উপরে উঠে বর্তমানে চতুর্থ সবথেকে ধনী অভিনেতার তালিকায় নিজের নাম পাকা করে নিয়েছেন।