আসতে চলেছে অরুণিমা ও ঋত্বিকের ‘মন দিতে চাই’, প্রমো দেখে প্রশংসায় ভরালেন দর্শক

অবশেষে এল ঋত্বিক মুখার্জী (Writwik Mukherjee) ও অরুনিমার (Arunima Halder) নতুন ধারাবাহিক ‛মন দিতে চাই’ (Mon Dite Chai)। কানাঘুষো চলছিল বহুদিন ধরেই। তবে, কবে আসতে চলেছে এই ধারাবাহিক এমনকি গল্পই বা কেমন হতে চলেছে সে বিষয়ে কারোরই কোনো ধারণা ছিল না। তবে অবশেষে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। যা দেখে রীতিমতো উচ্ছাসিত নেটিজেনরা।
কিন্তু কবে থেকে পর্দায় এই ধারাবাহিক আসতে চলেছে তা জানেন কি? ২ জানুয়ারি থেকে রাত সাড়ে দশটায় দেখা যাবে ঋত্বিক-অরুনিমা-র ‛মন দিতে চাই’। ‛উড়ন তুবড়ি’-র জায়গায় আসছে এই ধারাবাহিক। তবে, সবই তো হল কিন্তু এই গল্প কেমন হতে চলেছে তা জানেন কি? ধারাবাহিকে অরুনিমার চরিত্র ছটফটে, হাসিখুশি, স্বাধীনচেতা। তবে, অন্যায় দেখলে একেবারেই মুখ বুজে থাকতে পারে না।
এমনকি মেয়েদের অপমানও মেনে নিতে পারেনা। আর ওদিকে ঋত্বিকের চরিত্রের নাম সোমরাজ ব্যানার্জি। যে কিনা ৩০০ কোটি টাকার ব্যানার্জি টেক্সটাইলের মালিক। তবে, তিনি মনে করেন যে তার সাফল্যের পিছনে কোনো মহিলার হাত নেই। সব কর্তৃত্ব তার নিজেরই। তিনি নিজেই নিজের সাফল্যের অংশীদার। আর মহিলারা হল বাঁধা। আর এই সোমরাজের থেকে ৩০ হাজার টাকার অর্ডার পায় গল্পের নায়িকা।
বলা চলে মধ্যবিত্ত পরিবারের মেয়ের কাছে পাওয়া এটা সবচেয়ে বড় অর্ডার। কিন্তু তাতে কি এমন একজন ‛অহংকারী’ বিজনেস টাইকুনের কাজ সে কিছুতেই করবে না। আর তাইতো মুখের উপর টাকা ফিরিয়ে দিয়ে আসে। এমনাকি বলে কাজটাও নিজেকেই করে নিতে। সবমিলিয়ে বেশ টক্কর হতে চলেছে দুজনের মধ্যে তা বেশ ভালোই বোঝা যাচ্ছে। প্রোমো দেখে রীতিমতো প্রশংসার বন্যা বইছে।
অনেকের মতেই এই গল্প ‛এই পথ যদি না শেষ হয়’-র মতো নতুন ধারার কোনো গল্প বলবে। তবে, এই ধারাবাহিক প্রাইম টাইমে না দেখিয়ে রাত সাড়ে দশটায় দেখানো হবে শুনে বেজায় চটেছেন নেটিজেনদের একাংশ। তাদের কথায় ঋত্বিকের কপাল খারাপ। দর্শকদের মতে ‛রাঙা বউ’-র জায়গায় রাত সাড়ে আটটার স্লটে দেওয়া উচিত ছিল এই ধারাবাহিককে। তবে, তা হবে নাকি সেই প্রশ্ন থেকেই যায়। এখন শুধু দেখার পালা পর্দায় আসার পর এই ধারাবাহিক কতটা মনজয় করতে পারে ভক্তদের।