Entertainment

এবার কাজের মেয়ের চরিত্রে ‘খুকুমণি’ দীপান্বিতা! সঙ্গী শান্টু, আসছে ‘তুঁতে’

Advertisement

রাঁধুনি থেকে সোজা ফ্যাশান ডিজাইনার! কিন্তু কে তাই ভাবছেন নিশ্চই? খুকুমনিকে (Khukumoni) নিশ্চই মনে আছে সকলের? স্টার জলসার (Star Jalsha) পর্দায় রান্না করা, বাঁটনা বাটা সবই করেছিল সে। সেই সিরিয়াল শেষ হয়ে গেছে অনেকদিন হয়েছে। আর এবার তুঁতে (Tunte) হয়ে পর্দায় ফিরছেন অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakhsit)। হেঁশেল থেকে সোজা এবার তাঁত ঘরে! জলসার পর্দায় কাজের মেয়ের গল্প নতুন কোনো বিষয় নয়।

এবার কাজের মেয়ের চরিত্রে 'খুকুমণি' দীপান্বিতা! সঙ্গী শান্টু, আসছে 'তুঁতে'

এর আগেও ফুলঝুরির (Fuljhuri) গায়িকা হয়ে ওঠা, জবার বিচারক হয়ে ওঠা এমন নানান গল্প উঠে এসেছে পর্দায়। আর এবার আসতে চলেছে তুঁতে। সম্প্রতি প্রকাশ্যে আসা প্রমোতে দেখা যাচ্ছে যে, গ্রামের মেয়ে তুঁতে যার হাতে কিনা জাদু আছে। যেকিনা পুরোনো শাড়ি কেটে নিমেষে তা দিয়ে এমন একটি পোশাক বানিয়ে দেয় যা দেখে রীতিমতো তাক লেগে যায়। তার স্বপ্ন নামি ফ্যাশান ডিজাইনার (Fashion Designer) হবে। কিন্তু সৎ মায়ের কাছে সে নিত্যদিন দুর্ব্যবহার পায়।

এবার কাজের মেয়ের চরিত্রে 'খুকুমণি' দীপান্বিতা! সঙ্গী শান্টু, আসছে 'তুঁতে'

আর সেই সৎ মা তাকে টাকার লোভে শহরের নামকরা লাহিড়ী ম্যানশনে পাঠায় পরিচারিকার কাজে। কিন্তু তার চোখে ফ্যাশান ডিজাইনার হওয়ার স্বপ্ন অগাধ। লাহিড়ী ম্যানশনে এসে তাকে যখন কাঁচের ভেঙে যাওয়া টুকরো তুলতে বলা হয় তখন সে বুঝতে পারে সে এই বাড়িতে কাজের লোক হয়ে এসেছে। কিন্তু তার পরেও সে তার স্বপ্নের কথা জানায়। আর সেটা নিয়ে সবাই তখন তাকে খিল্লি করে। কাজের মেয়ে হবে কিনা ফ্যাশান ডিজাইনার।

এবার কাজের মেয়ের চরিত্রে 'খুকুমণি' দীপান্বিতা! সঙ্গী শান্টু, আসছে 'তুঁতে'

আর তখনই হিরোর এন্ট্রি হয়। তার কথা ‛কেন হতে পারে না? কাজের মেয়ে বলে কি ট্যালেন্ট-স্বপ্ন থাকতে নেই’। হিরোর চরিত্রে দেখা যাচ্ছে সৈয়দ আরোফিনকে (Syed Arefin)। পরিচারিকা থেকে ফ্যাশান ডিজাইনার হয়ে ওঠার লড়াইয়ের গল্প উঠে আসবে নতুন ধারাবাহিক ‛তুঁতে’-তে। প্রোমো প্রকাশ্যে আসতেই অনেকেই যেমন উৎসাহী। তেমন অনেকেই আবার খিল্লি করেছেন ধারাবাহিকের নাম নিয়ে। আবার কেউ লিখেছেন ‛জবা পার্ট ২’। এখন শুধু অপেক্ষার পালা নতুন এই ধারাবাহিক কতটা মনজয় করতে পারে দর্শকদের।