Entertainment

‘বালিকা বধূ’র সেই ছোট্ট আনন্দী আজ সুন্দরী যুবতী, রূপের দৌড়ে ঐশ্বর্যকেও দেবে টেক্কা! দেখুন তার ছবি

বলিউডের একটি আইকনিক ধারাবাহিক ‘বালিকা বধূ’। যেখানে আনন্দীর চরিত্রে একটি শিশুশিল্পী অভিনয় করে ব্যপক জনপ্রিয়তা অর্জন করেছিল। মনে আছে, সেই বাচ্চাটির কথা? তখন প্রতিটি দর্শকদের মুখে মুখে ঘুরত আনন্দীর অভিনয়ের কথা। বাচ্চাটি বেশ নস্টালজিক করে তুলেছিল সবাইকে। কোথায় এখন সেই বাচ্চাটি?

 

View this post on Instagram

 

A post shared by Avika Gor (@avikagor)

ধারাবাহিকটি শেষ হয়েছে বহুদিন হল। সুতরাং কালের গতিতে আনন্দীও বেশ বড় হয়ে গিয়েছে সেটাই স্বাভাবিক। আনন্দী এখন রীতিমতো যুবতী। তবে এখন সে আর ধারাবাহিক নয় মূলত চলচ্চিত্রে অভিনয় করছেন তাও আবার নায়িকার চরিত্রে। তাঁর আসল নাম অভিকা গৌর (Avika Gour)।

 

View this post on Instagram

 

A post shared by Avika Gor (@avikagor)

ছোট পর্দায় অনেক বিখ্যাত অভিনেত্রীদের মধ্যে অভিকা অন্যতম। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি এখন নিজেকে বেশ গ্ল্যামারাস করে তুলেছেন। তাঁর ফিগার এবং সুন্দর স্টাইল দেখে ঘুম ছোটে পুরুষ নেটিজেনদের।

 

View this post on Instagram

 

A post shared by Avika Gor (@avikagor)

বালিকা বধূতে আনন্দীকে ঐতিহ্যবাহী পোশাকে দেখে গেলেও এখন তিনি নিজেকে বেশ সাহসী পোশাকে মেলে ধরে। তাঁর স্টাইল স্টেটমেন্ট দেখে ঘুম ছুটবে আপনারও! সোশ্যাল মিডিয়া একাউন্টে তাঁর এক একটি ঘাম ঝরান্য ছবি প্রতিনিয়ত ভাইরাল হচ্ছে। সম্প্রতি তিনি বলিউডে পা রেখেছেন এবং একটি হরর চলচ্চিত্রে নায়িকার মাধ্যমে বলিউডে অভিষেক করেছেন।