EntertainmentViral Video

সৌন্দর্যের দৌড়ে দিদি উরফিকেও গুনে গুনে দশ গোল দেবে বোন ডলি, রইল ছবি ও ভিডিও

Advertisement

দিদির পথেই তাহলে শেষমেশ পা রাখছেন ছোট বন ডলি। মাত্র ১৯ বছর বয়ই উরফি জাভেদের (Urfi Javed) বোন ডলি জাভেদ (Dolly Javed)। তিনিও এই মুহূর্তের ফ্যাশন ইনফ্লুয়েন্সর। যদিও দিদির মতো দেশীয় স্তরে এখনও পৌঁছাননি। চার বোনদের মধ্যে সবথেকে ছোট ডলি। তবে ছোট হয়েও এবার ডলি জাভেদ যা দেখালেন তাতে অনেকটাই ঘাটা পড়তে চলেছে উরফি জাভেদের ফ্যাশন লাইফে। উষ্ণতায় পরিপূর্ণ ট্রান্সপ্যারেন্ট পোশাকে শপিং মলের মধ্যে ঘুরে বেড়াতে দেখা গেল তাঁকে।

ভিডিওটি ডলি নিজেই পোস্ট করেছেন তার ইনস্টাগ্রাম একাউন্টে। দেখা যাচ্ছে কালো রঙের নেটের পোশাক পরেছেন তিনি। শর্ট হবার কারণে তার উরু স্পষ্ট। সাথেই নেটের হবার কারণে বক্ষ বিভাজকা পুরোপুরি ধরা পড়েছে ভিডিওতে। খোলা চুল, সুন্দর মেকআপ ও দুর্দান্ত হাই হিলসে শপিং মলের মধ্যে ঘুরে বেড়াতে দেখা গেল ডলিকে।

সব মানুষ কিন্তু ঘুরে ঘুরে তাকিয়েছেন তাঁকে দেখে। সৌন্দর্যে উরফির থেকেও কয়েকগুন এগিয়ে ডলি তা বলার অপেক্ষা রাখে। পড়াশুনার পাশাপাশি মডেলিং ও ফ্যাশন ইনফ্লুয়েন্সর হিসাবেই কাজ করছেন আপাতত। তবে এই ভিডিও রীতিমতো সাড়া ফেলে দিয়েছে সব জায়গায়। এখনও পর্যন্ত ৩৫ হাজারের বেশি ভিউজ ছাড়িয়ে গেছে ভিডিওতে।

সাথেই প্রচুর মানুষ জানিয়েছেন ‘উরফির থেকেও ডলি সৌন্দর্যের নিরিখে এগিয়ে আছেন’। এমন কমেন্টের যদিও ডলি কোনোরকম প্রতিক্রিয়া জানাননি। তাঁর একাউন্টে উরফি জাভেদের সঙ্গেও বিভিন্ন ভিডিও আছে যা আপনি দেখতে পারবেন। তবে কি ধীরে ধীরে বোন, দিদিকেও ছাপিয়ে আগে বেরিয়ে যাবে সে প্রশ্নের উত্তর যদিও পাওয়া যাবে সময়ের সাথেই।