Entertainment

সৌন্দর্যের দৌড়ে বলি অভিনেত্রীদের টেক্কা দেবে অক্ষয় কুমারের শ্যালিকা! রইল ছবি

Advertisement

বলিউড ইন্ডাস্ট্রি মানেই তাবর তাবর সব তারকা সহ সুন্দরী অভিনেত্রীদের ঢল। আর তারই মধ্যে একজন হলেন রিঙ্কি খান্না (Rinke Khanna)। আজকের প্রজন্ম তার সিনেমার গান গাইলেও অনেকেই আছেন তাকে চেনেন না। আজকের এই প্রতিবেদনে তার বিষয়েই জানাবো। রিঙ্কি হলেন রাজেশ খান্না (Rajesh Khanna) ও ডিম্পল কাপাডিয়ার (Dimple Khanna) ছোট মেয়ে তথা টুইঙ্কেল খান্নার বোন। পাশাপাশি তিনি একজন দক্ষ অভিনেত্রীও বটে। যদিও আজ তিনি দক্ষ অভিনেত্রী হিসেবে নয় স্টার কিড হিসেবে পরিচয় পান।

 

View this post on Instagram

 

A post shared by Percept EMC (@percept_emc)

৯০-র দশকে রিঙ্কি পা রেখেছিলেন বলিউড জগতে। তার অভিনীত ‛পেয়ার মে কাভি কাভি’ সিনেমার ‛মুসু মুসু হাসি’ গানটি আজও জনপ্রিয় সকলের কাছে। প্রথম সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী র পুরস্কার পেয়েছিলেন। তবে, এত সফলতার পরেও তিনি পার্শ্ব চরিত্র হিসেবেই থেকে গিয়েছেন। ২০০০ সালে ‛জিস দেশ মে গঙ্গা রহতা হ্যায়’ সিনেমায় তাকে দ্বিতীয় নায়িকার চরিত্রে দেখা গিয়েছিল। ২০০৪ সাল অবধি বেশ অনেকগুলি সিনেমাতেই তিনি অভিনয় করেছিলেন।

 

View this post on Instagram

 

A post shared by Actress Universal (@actressuniversal)

এছাড়াও তামিল ছবিতেও তাকে দেখা গিয়েছে। কিন্তু তারপরেও সিনেমা জগতে তার অবস্থান দীর্ঘস্থায়ী হয়নি। তার দিদি টুইঙ্কেল খান্নাও (Twinkle Khanna) সেভাবে অভিনয় জগৎকে নিজের করে নেননি। বরং অক্ষয়ের (Akshay Kumar) সঙ্গে বিয়ে হওয়ার পর তিনি অভিনয়কে ছেড়ে পুরোপুরি মন দিয়েছেন লেখালেখিতে। বর্তমানে তিনি একজন লেখিকা। আর ওদিকে রিঙ্কিও ২০০৩ সালের ৮ ফেব্রুয়ারি সমীর স্বরণকে (Samir Saran) বিয়ে করে লন্ডনে পা রাখেন।

 

View this post on Instagram

 

A post shared by RetroBollywood (@retrobollywood)

সোশ্যাল মিডিয়ায় তেমন একটা এক্টিভ নয় রিঙ্কি। তার মেয়ে নায়মিকার (Naomi’s Saran) হাত ধরে তার ছবি এসেছে প্রকাশ্যে। আর সেই থেকেই আবারও তিনি উঠে এসেছেন সংবাদের শিরোনামে। বর্তমানে তিনি অক্ষয় কুমারের শ্যালিকা হিসেবেই পরিচিত সকলের কাছে। একটা সময় রিঙ্কি মা ডিম্পলের সঙ্গে মোমবাতি তৈরির ব্যবসায় যুক্ত ছিলেন। যদিও বর্তমানে সেসবও ছেড়ে দূরে অন্তরালেই রয়েছেন তিনি। তার শেষ ছবি ছিল ‛চামেলি’।