রূপে লক্ষ্মী গুনে সরস্বতী! সৌন্দর্যে টলি নায়িকাদের টেক্কা দেবে সোহমের স্ত্রী তনয়া, রইল ছবি

কোন তারকা যখনই উজ্জ্বল হয়ে ওঠেন তখনই তাঁর কাছে আমরা একটা অন্যরকম জীবন যাপনের আশা করি। আসলে কিন্তু এই তারকারা আর পাঁচজন মানুষের মতই জীবন যাপন করেন। তাঁদের স্ত্রীরা সবসময় যে লাইমলাইটে থাকবেন এটা একেবারেই জরুরি নয়। অভিনেতা সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) ক্ষেত্রে তাই ঘটেছে। তাঁর স্ত্রী অপূর্ব সুন্দরী হওয়া সত্ত্বেও তিনি লাইমলাইট থেকে দূরে থাকতেই পছন্দ করেন।
View this post on Instagram
সত্যজিৎ রায়ের (Satyajit Ray) সিনেমা ‘শাখা-প্রশাখা’ (Shakha Proshakha) তে শিশুশিল্পী হিসেবে সোহম কাজ করেছিলেন। পরে ‘ছোট বউ’ (Choto Bou) সিনেমায় ‘মা একটু হরলিক্স দেবে? চেটে চেটে খাব’, এই ডায়ালেগটির মাধ্যমে সবার প্রিয় হয়ে ওঠে সে। ‘প্রেম আমার’ দিয়ে নায়ক হিসাবে আত্মপ্রকাশ করেন তিনি। ‘অমানুষ’, ‘বোঝেনা সে বোঝেনা’, ‘জামাই ৪২০’, ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’,’হানিমুন’ ইত্যাদি সিনেমা দিয়ে আজ নায়ক হিসাবে তিনি প্রতিষ্ঠিত।
View this post on Instagram
ব্যক্তিগত জীবনে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সুখে সংসার করেন অভিনেতা। সোহমের স্ত্রীর নাম তনয়া পাল (Tanaya Paul)। ছোটবেলায় স্কুলে আলাপ হয় দুজনের। ২০০৬ সালে তাঁরা বিয়ে করেন। জীবনের কঠিন পরিস্থিতিতেও তনয়া সোহমের পাশে ছিলেন, সেইজন্যই সোহমের কাছে তনয়ার জায়গা আর সবার থেকে আলাদা।
View this post on Instagram
সোহমকে প্রায়ই তনয়ার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি দিতে দেখা যায়। তনয়া দারুণ সুন্দরী দেখতে। সৌন্দর্যর দিক থেকে সুপুরুষ স্বামীর পাশে একেবারে বেমানান নন তিনি। বিশেষ দিনগুলোতে সোহম তনয়ার জন্য আবেগময় অনুরাগের কথা লেখেন। তাঁর এইভাবে সবার সামনে নিজের ভালবাসা প্রকাশ করা থেকে বোঝা যায় দুজনের মধ্যে কতটা প্রেম আছে।