রূপে লক্ষ্মী গুনে সরস্বতী! সৌন্দর্যে বলিউড অভিনেত্রীদের টেক্কা দেবেন প্রসেনজিৎ কন্যা প্রেরণা, দেখুন ছবি

শুধু তৃষানজিৎ নয় প্রসেনজিতের রয়েছে একটি কন্যা সন্তান। যার নাম প্রেরণা। জানেন কি? টলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় এভারগ্রিন একজন অভিনেতা হলেন প্রসেনজিৎ চ্যাটার্জী (Prosenjit Chatterjee)। তাকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। চরিত্রের প্রয়োজনে বারংবারই নিজেকে ভেঙেছেন। আর প্রতিটি চরিত্রেই সমানভাবে সাফল্য পেয়েছেন। কেরিয়ারের পাশাপাশি অতীতের ব্যক্তিগত জীবন নিয়ে তিনি উঠে আসেন সংবাদের শিরোনামে। বলা চলে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির বিতর্কিত চরিত্র হলেন প্রসেনজিৎ।
পরপর তিনবার বিয়ে করেছেন অভিনেতা। তার প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী দেবশ্রী রায় (Debashree Roy)। বিয়ের পর বেশ কিছুদিন বিবাহিত জীবন সুখের কাটলেও ধীরে ধীরে তা ভেঙে যায়। কিন্তু ঠিক কি কারণে তাদের মধ্যে বিচ্ছেদ হয়েছিল তা যদিও জানা যায়নি। তবে, টলিউডের অন্দরে তাদের বিচ্ছেদের নানান কাহিনী শোনা যায়। যদিও তা কতটা সত্যি তা একেবারেই অজানা সকলের কাছেই।
এরপর দেবশ্রী আর বিয়ে না করলেও প্রসেনজিৎ দ্বিতীয়বার আবদ্ধ হন বিয়ের বন্ধনে। প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের মেয়ে অপর্ণা গুহঠাকুরতার (Aparna Guhathakurta) সঙ্গে বিয়ে সারেন অভিনেতা। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। যার নাম প্রেরণা। তবে, অভিনেতার দ্বিতীয় স্ত্রীকে সেভাবে স্পট লাইটে দেখা যায়নি। তাদের সন্তান আসার পর থেকেই তাদের মধ্যে শুরু হয় সমস্যা।
প্রথমদিকে শোনা গিয়েছিল অপর্ণার চাহিদা প্রচুর। কিন্তু পরের দিকে অভিনেত্রী অর্পিতার (Arpita Pal) সঙ্গে প্রসেনজিতের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। আর সেটাই প্রসেনজিৎ ও অপর্ণার সংসার শেষ করে দেয়। তবে, সেসব এখন অতীত। বর্তমানে যে যার মতো দিন যাপন করছেন। তবে, জানেন কি প্রসেনজিতের মেয়ে প্রেরণা কিন্তু যথেষ্ঠ সুন্দরী। যদিও গ্ল্যামার জগতের সঙ্গে তার কোনো যোগ নেই।
বর্তমানে প্রেরণা লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা করেছেন। আর সেই নিয়েই সে বেজায় ব্যস্ত। কিন্তু তারই মাঝে বছর খানেক আগে পরিচালক সুদেষ্ণা ও অভিজিতের ছবি ভাইরাল হতেই গুঞ্জন শুরু হয়েছিল তাহলে কি বাবা প্রসেনজিতের মতো অভিনয় জগতেই নামতে চলেছেন মেয়ে? কিন্তু তখন পরিচালক অভিজিৎ জানিয়েছিলেন প্রেরণার পর্দায় আসার ইচ্ছে নেই। সে পড়াশোনা নিয়ে ব্যস্ত।
এমনকি এক সাক্ষাৎকারে প্রসেনজিৎ নিজের কেরিয়ার লাভ লাইভ প্রসঙ্গে বলেন। তখন মেয়ের সঙ্গে দেখা করা প্রসঙ্গে অভিনেতা বলেছেন যে, ‛তার সঙ্গে আমার দেখা করার ইচ্ছে আছে। কিন্তু দেখা হয় না। বাইরে থাকেন। আমি তাদের জীবনে ঢুকতে চাই না’। এমনকি অভিনেতা আরও বলেন যে, ‛আমি সঠিক সময়ে জন্য অপেক্ষা করবো। আমি এমন কোনো অন্যায় করিনি যার জন্য ঈশ্বর আমি যেটা চাই, সেটা দেবেন না। যেটুকু চাই ঈশ্বর নিশ্চই দেবেনম আমার বিশ্বাস আমাকে ঈশ্বর সেই সময়টা দেবেন। যখন আমি আর আমার নিয়ে একে অপরকে জড়িয়ে ধরবো’।