সৌন্দর্য্যের দৌড়ে বলি অভিনেত্রীদের টেক্কা দেবে জিতের স্ত্রী মোহনা, রইল ছবি

জিতের স্ত্রী মোহনাকে চেনেন? সৌন্দর্য্যে হার মানাবে টলিউডের অভিনেত্রীদের। বাংলা চলচ্চিত্র জগতের একজন নাম করা প্রথম সারির অভিনেতা হলেন জিৎ (Jeet)। যদিও তার ভালো নাম জিতেন্দ্র মাদনানী। তাঁর ফ্যান না এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না। জন্মসূত্রে জিৎ বাঙালি না হলেও বড় হয়েছেন দক্ষিণ কলকাতায়। পারিবারিক সমস্যার কারণে পড়াশোনায় বেশিদূর এগোতে পারেননি তিনি।
১৯৯৩ সালে বিভিন্ন পত্র পত্রিকায় তিনি মডেলিংয়ের কাজ শুরু করেন। তারপর প্রবেশ করেন অভিনয় জগতে। ১৯৯৪ সালে ‛বিষবৃক্ষ’ নামের একটি বাংলা ধারাবাহিক দিয়েই শুরু করেন যাত্রা। এরপর ২০০১ সালে তেলেগু সিনেমা ‛চান্দু’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় ডেবিউ হয়। তারপর ২০০২ সালে বাংলা ‛সাথী’ সিনেমা দিয়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছান। এখন তাঁর জনপ্রিয়তা রীতিমতো তুঙ্গে।
বলতে গেলে তিনিই এখন টলিউডের (Tollywood) সুপারস্টার। তবে, সিনেমা ছাড়াও ‛ডান্স বাংলা ডান্স’-র বিচারকের আসনে থাকা থেকে শুরু করে শোয়ের সঞ্চালনা সবটাই বেশ দক্ষতার সঙ্গে করে গেছেন। বর্তমানে স্ত্রী ও মেয়েকে নিয়ে বেশ ভালোই দিন কাটছে তার। ২০১১ সালে মোহনা রাতলানির (Mohna Ratlani) সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। অনেকেই জানেন না মোহনা লখনৌয়ের এক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন।
জিতের স্ত্রী এতটাই সুন্দর যে, সৌন্দর্য্যের দিক থেকে যেকোনো টলি অভিনেত্রীকে হার মানাবে নিমেষেই। জিৎ রিল লাইফে যতটা রোম্যান্টিক তেমনই রিয়েল লাইফের রোম্যান্টিক বটে। আজকালকার যুগে দাঁড়িয়ে হামেশাই সংসার ভাঙার গল্প শোনা যায়। সেই জায়গায় দাঁড়িয়ে জিৎ কিন্তু তার মেয়ে, স্ত্রী নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছেন। বলতে গেলে তারা একেবারে পারফেক্ট কাপেল।