Advertisement
Entertainment

রূপে লক্ষ্মী গুনে সরস্বতী! সৌন্দর্যে বলি নায়িকাদের টেক্কা দেবে ড: গুলাটির স্ত্রী, রইল ছবি

Advertisement
Advertisements

কপিল শর্মা শোয়ের ড. গুলাটির কথা কখনোই কেউ ভুলতে পারবেন না। তার বলন থেকে চলন সব কিছুতেই লুকিয়ে ছিল হাসির ছটা। তবে তার আসল নাম কিন্তু সুনীল গ্রোভার (Sunil Grover)। শুধু কপিল শর্মা শো নয়, বলিউডেও তিনি নিজের অভিনয়ের মাধ্যমে মন জয় করে নিয়েছেন প্রচুর মানুষের। তবে আজ এই সুনীল নয় বরং আমরা আলোচনা করব সুনীলের স্ত্রী আরতি গ্রোভার (Aarti Grover) -কে নিয়ে।

রূপে লক্ষ্মী গুনে সরস্বতী! সৌন্দর্যে বলি নায়িকাদের টেক্কা দেবে ড: গুলাটির স্ত্রী, রইল ছবি

Advertisements

বলা হয় সৌন্দর্যের দিক থেকে তাবড় তাবড় অভিনেত্রীদেরও তিনি অনায়েসেই পিছনে ফেলে দেবেন। আরতি নিজে একজন ইন্টেরিয়র ডিজাইনার। নিজের কাজ নিয়েই সবসময় ব্যস্ত থাকেন আরতি। বন্ধুত্ব থেকে প্রেম ও তারপরেই তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন। আরতি নিজে কিন্তু কোনো সোশ্যাল মিডিয়াতে এক্টিভ থাকেন না।

Advertisements

সুনীলের সাথেই বিভিন্ন ইভেন্টে দেখা যায় তাকে। সেখান থেকেই তার রূপের ঝলক পাওয়া যায়। কতটা সুন্দরী সুনীলের স্ত্রী তা আলাদা করে বলার দরকার হবে না। সুনীল নিজেও বিভিন্ন সাক্ষাৎকারে স্ত্রী আরতির কথা উল্লেখ করেছেন। তাদের দুজনের একটি ছেলে আছে যার নাম মোহন।

রূপে লক্ষ্মী গুনে সরস্বতী! সৌন্দর্যে বলি নায়িকাদের টেক্কা দেবে ড: গুলাটির স্ত্রী, রইল ছবি

নিজের কাজ ও পরিবারের একই ভাবে সামলান আরতি গ্রোভার। ছোট ও সুন্দর এই পরিবার সবসময় যেন খুশি থাকে তার অনুরাগীরা সে কথা বলেন। ১৯৯৮ সালে ‘পেয়ার তো হোনা হি থা’ সিনেমার মধ্যে দিয়ে অভিনয়ে পা রাখেন সুনীল। নিজের কৌতুক পরিবেশন করার আগে সুনীল তাঁর স্ত্রী আরতিকে অবশ্যই শোনান। এই কথা নিজেই স্বীকার করেছেন অভিনেতা।