সৌন্দর্যে ঐশ্বর্য রায়কেও হার মানাবে অভিনেতা রাজপাল যাদবের স্ত্রী রাধা, দেখুন তার ছবি

সেলিব্রিটিদের পাশাপাশি তাঁদের ব্যক্তিগত জীবন নিয়েও কম চর্চা হয় না। তাঁদের জীবনের সব খবর ভক্তদের জানা চাই! বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা রাজপাল যাদব (Rajpal Yadav)। কৌতুক অভিনেতা হিসেবেই তিনি বেশি খ্যাত, দেখতে তেমন সুশ্রী নয়, উচ্চতাতেও খাটো, তবুও তাঁর অভিনয় মানুষের মনে গেঁথে থাকে সবসময়। তাঁর মজার মজার অভিনয়ের জন্যে ভক্তদের কাছে তিনি বেশ পরিচিত একটি নাম।
বলিউডের একাধিক সুপারস্টারদের সঙ্গে কাজ করেছেন তিনি। জনপ্রিয়তাও পেয়েছেন তিনি। তবে তাঁর এই খ্যাতি খুব সহজে আসেনি। অনেক প্রচেষ্টার পর আজ তিনি প্রতিষ্ঠিত। প্রাথমিক পর্যায়ে তাঁর ব্যক্তিগত জীবন মোটেও সুখের ছিল না। একবার তিনি নিজেই একটি সাক্ষাৎকারে বলেছিলেন, খুব অল্প বয়সেই তাঁর বিয়ে হয়ে গিয়েছিল তাঁর গ্রামে থাকার সময়। কিন্তু বাচ্চা হতে গিয়ে তাঁর স্ত্রী মারা যান। প্রথম স্ত্রীর মৃতদেহ কাঁধে করে দাহ করেছিলেন তিনি। তাঁর প্রথম সন্তান এখন অনেকটাই বড় এবং তাঁর বিয়ে হয়ে গিয়েছে। তাঁর দ্বিতীয় স্ত্রী রাধা যাদব (Radha Yadav) তাঁকে মায়ের মতো মানুষ করেছেন।
রাধার সঙ্গে শুটিংয়ে গিয়ে আলাপ রাজপালের। তিনিও একজন অভিনেত্রী ছিলেন। তবে এখন তিনি প্রাক্তন। জানেন কী, অভিনেতার স্ত্রী বলিউডের অভিনেত্রীদের থেকে কম সুন্দরী নন। এক্কেবারে ইন্দ্রলোকের পরীর মতো। আজকাল অভিনেতার স্ত্রীর সৌন্দর্য একটু বেশি সোশ্যাল মিডিয়ায় ধরা দিচ্ছে। যদিও অভিনেতার স্ত্রী গ্ল্যামার ইন্ডাস্ট্রি থেকে দূরেই থাকেন।
সম্প্রতি একটি ইভেন্ট থেকে তাঁর কয়েকটি ছবি প্রকাশিত হয়েছে। সেখানেই রাজপালের স্ত্রীর রূপ দেখে সকলে ঘায়েল হয়ে গিয়েছেন। তাঁর রূপ ইতিমধ্যেই লাখো লাখো মানুষের হৃদয় জয় করে নিয়েছে। রাজপালের সঙ্গে রাধার পরিচয় মুলত কানাডা থেকে। একটি ছবির শুটিং চলাকালীন তাঁদের দেখা হয়। তারপর প্রেম ও বিয়ে। রাজপালের প্রথম সন্তানকে এক্কেবারে মাতৃস্নেহে বড় করেছেন রাধা। রাধার বয়স এখন ৪০ বছর। কিন্তু সৌন্দর্যে এক ফোঁটা ভাটা পড়েনি।