সৌন্দর্যের দৌড়ে বলি অভিনেত্রীদের টেক্কা দেবে কুমার শানুর হবু পুত্রবধূ! রইল ছবি

তাহলে কি ইনিই হতে চলেছেন কুমার শানুর বৌমা! গুঞ্জন নেটমাধ্যমে। একজন জনপ্রিয় সংগীত শিল্পী হিসেবে কুমার শানুকে (Kumar Shanu) কেই না চেনেন। হিন্দি গানের পাশাপাশি বাংলা গানেও তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন। ১৯৯০ সাল থেকে ২০০০ সালের মধ্যেকার সেরা গায়ক ছিলেন তিনিই। আর তারই ছেলে হল জান কুমার শানু (Jaan Kumar Sanu)। বিখ্যাত রিয়েলিটি শো ‛বিগ বস’-র দৌলতে যিনি কিনা উঠে এসেছেন খবরের শিরোনামে।
‛বিগ বস’ জিততে না পারলেও তার গান দিয়ে তিনি মন ছুঁয়েছিলেন মানুষের। কুমার শানুর ছেলে হওয়া সত্ত্বেও তিনি বাবার সাহায্য না নিয়ে নিজের চেষ্টায় কেরিয়ারে দাঁড়ানোর চেষ্টা করছেন। যদিও এখনও বলিউডে মেলেনি তার কাজের সুযোগ। কুমার শানুকে নিয়ে যেমন মানুষের আগ্রহ রয়েছে তেমনই তার ছেলের ব্যাক্তিগত জীবন নিয়ে মানুষের উন্মাদনা কিছু কম নয়। বিগ বসের ঘরে নিক্কি তম্বলির (Nikki Tamboli) সঙ্গে তার বন্ধুত্ব গড়ে উঠেছিল।
সেই সময় গার্লফ্রেন্ডের কথা বললেই তিনি লজ্জা পেতেন। বিগ বস শেষ হয়ে গিয়েছে। কিন্তু নিকির সঙ্গে জানের বন্ধুত্ব এখনও অটুট রয়েছে। তবে, সাম্প্রতিক কালে মডেল তথা অভিনেত্রী নিবেদিতা পালের (Nibeditaa Pal) সঙ্গে জনের দুটি ছবি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। আর সেই থেকেই তাদের সম্পর্ক নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছে। প্রবাসী বাঙালি অস্ট্রেলিয়ার বাসিন্দা নিবেদিতা। যিনি কিনা ‛মিস ইন্ডিয়া অস্ট্রেলিয়া’ বিউটি প্যাজেন্ট জিতে ২০১৭ সালে ভারতে আসেন।
এরপর এমটিভির জনপ্রিয় রিয়েলিটি শো ‛স্প্লিটভিলা’-তে অংশগ্রহণ করেছিলেন। আর সেখান থেকেই তার পরিচিতির শুরু। সৌন্দর্যের দৌড়ে বলি নায়িকাদেরও টেক্কা দেবেন নিবেদিতা। নেটমাধ্যমে ভাইরাল হওয়া জান ও নিবেদিতার ওই ছবিতে দেখা যাচ্ছে যে, কখনও দুজন দুজনকে জড়িয়ে ধরে ছবি তুলছেন। আবার কখনও দুজন ছবি তুলতে গিয়ে হেসে দিয়েছেন। এদিন নিবেদিতার পরণে রয়েছে নীল-সাদা প্রিন্ট করা ড্রেস। আর জানের পরণে রয়েছে সাদা জ্যাকেট ও কালো প্যান্ট।
জানই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবি দুটি শেয়ার করেছেন। সঙ্গে ক্যাপশনে লিখেছেন যে, তারা যখন একে অপরের সঙ্গে থাকেন তখন চারপাশের সবকিছু ঠিক হয়ে যায়। যদিও সকলে তাদের নিয়ে অন্য কিছু ভাবলেও তারা একে অপরকে নিজেদের ভালো বন্ধু বলেই দাবি করেছেন। নিবেদিতার সঙ্গে জানকে দেখে অনেকেই আবার নিক্কির কি হল সে বিষয়ে প্রশ্ন উস্কে দিয়েছেন। তবে, সময়ই বলে দেবে আগামী দিনে কারসঙ্গে কে এগোবেন।