রূপের দৌড়ে দিদি কিয়ারাকে ১০ এ ১০ গোল দেবে বোন ঈশিতা! রইল ছবি

কিয়ারা আডবাণী (Kiara Advani), বলিউডের প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। গতকাল অর্থাৎ ৭ ফেব্রুয়ারি সহ অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার (Siddharth Malhotra) সঙ্গে বিয়ের বন্ধনে তিনি আবদ্ধ হন। একেবারে নিঃশব্দে জয়সলমেরের সূর্যগড় প্যালেস হোটেলে সাতপাকে বাঁধা পড়েছেন এই প্রেমিক জুটি। বন্ধু-বান্ধব ও কাছের আত্মীয়স্বজন সহ মোট ১০০ জনকে নিয়ে বিয়ের অনুষ্ঠান সারেন তারা।
View this post on Instagram
সিদ্ধার্থ-কিয়ারার এই বিশেষ দিনে তাদের পাশাপাশি নজর কেড়েছে তাদের পরিবারের সদস্যরা। অন্যান্য সময় তারা কেউই ক্যামেরার মুখোমুখি হতে চান না। কিন্তু বিয়ে উপলক্ষে সকলকেই দেখা গিয়েছে মিডিয়া ফেস করতে। আর সেখানে সমস্ত স্পষ্টলাইট যেন কেড়ে নেন কিয়ারার বোন ঈশিতা। দিদি কিয়ারা তো ইতিমধ্যেই তার লুক দিয়ে বহু পুরুষ ভক্তদের মনে উষ্ণতার পারদ চড়িয়েছেন। আর সেই তালিকায় বাদ গেলনা তার বোন ঈশিতার নাম।
View this post on Instagram
ঈশিতা বিনোদন জগতের মানুষ না হলেও তার লুক ও স্টাইল স্টেটমেন্ট নজর কাড়ে সকলের। ১৯৮৯ সালের ২০ নভেম্বর জন্ম হয় ঈশিতার। কিয়ারার চেয়ে মাত্র ৩ বছরের ছোট ঈশিতা (Ishita Advani)। পেশায় তিনি একজন আইনজীবি। কিন্তু মহাকাশ নিয়ে তার বেশ আগ্রহ রয়েছে। গত বছর ৫ মার্চ সফল আইনজীবি কর্মা ভিভানের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন ঈশিতা। কাজের সূত্র ধরেই তাদের পরিচয়। আর তারপর সেই সম্পর্ক গড়ায় বন্ধুত্বে। সেই থেকেই প্রেমের সূত্রপাত।
View this post on Instagram
কিয়ারা নিজের বোনের বাগদান থেকে শুরু করে ব্যাচেলার পার্টির ছবি শেয়ার করেছিলেন। আর সেখানে ঈশিতাকে দেখে কোনোভাবেই মনে হয়নি তিনি একজন সাধারণ মানুষ। তার পোশাক থেকে শুরু করে স্টাইল, লুক সবকিছুর বলিউড তারকাদের মতো ছিল। এমনকি মাঝে মধ্যেই কিয়ারা ও তার বোনের ছবি ভাইরাল হয় নেটমাধ্যমে।