রূপের দৌড়ে ঐশ্বর্য রায়কেও টেক্কা দেবেন প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানের স্ত্রী! দেখুন তার ছবি

একটা সময় বহু তরুণীর মনে ঝড় তুলেছেন জনপ্রিয় ক্রিকেটার ইরফান পাঠান (Irfan Pathan)। যদিও 2016 সালে লাখো লাখো তরুণীর মন ভেঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার। তিনি সাতপাকে বাঁধা পড়েছেন সফা বেগমের (Safa Begum) সঙ্গে। বর্তমানে চুটিয়ে সংসার জীবন পালন করছেন তারা দুজনে। সৌন্দর্য্যের দিক থেকে বলিউডের প্রথম সারির নায়িকাদের গুনে গুনে দশ গোল দিতে পারেন ইরফান পাঠানের স্ত্রী। যদিও বর্তমানে তিনি সব সময় ঢেকে রাখেন নিজের মুখ। কিন্তু কেন?
প্রথমবার সাফাকে (Safa Begum) দেখেই হৃদয়ে ঝড় উঠেছিল ইরফানের। বরোদায় তাঁকে নিয়ে এসে বাবা মায়ের সঙ্গে পরিচয় করান ক্রিকেটার। এরপরেই বেজে ওঠে বিয়ের সানাই। 2016 সালের 4 ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন জুটি। সে বছরই তাঁদের ঘর আলো করে আসে পুত্র সন্তান। সামাজিক মাধ্যমে নানান সময় স্ত্রী এবং সন্তানের ছবি তুলে ধরেন ইরফান। তবে সমস্ত ছবিতেই মুখ ঢাকা অবস্থায় দেখতে পাওয়া যায় সফাকে।
কখনো হিজাব দিয়ে ঢেকে রাখেন মুখ, কখনো আবার মাস্ক পরে দেখা যায় তাঁকে। আবার সামনাসামনি কিছু না থাকলে হাত দিয়েই তিনি ঢেকে নেন নিজের মুখ। কেন এমনটা করেন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটারের স্ত্রী? উত্তরের সন্ধানে একটি সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল সফা বেগমের সঙ্গে। জবাবে অবশ্য তিনি জানিয়ে দেন, নিজের ইচ্ছেতেই এ কাজ করে থাকেন তিনি। এমন কাজ করার জন্য তাঁকে কখনোই কেউ বাধ্য করেননি।
1994 সালের 28 ফেব্রুয়ারি। সৌদি আরবের ব্যবসায়ী মির্জা ফারুক বেগের পরিবারে জন্মগ্রহণ হয় সফা বেগের। তিনি পড়াশোনা করেছেন জেদ্দার ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান স্কুলে। এরপর মডেল হিসেবে শুরু করেন নিজের কেরিয়ার। অল্প দিনের মধ্যেই গাল্ফের জনপ্রিয় মডেল হিসেবে পান পরিচিতি। এমনকি মধ্যপ্রাচ্যের শীর্ষ পত্রিকার কভার পেজেও দেখা যায় সফাকে। অথচ ইরফান পাঠানকে বিয়ে করার পরেই বদলে যায় তাঁর জীবন। বর্তমানে মডেলিং তো দূরের কথা কখনোই নিজের মুখ প্রকাশ্যে আনেন না জনপ্রিয় এই মডেল। কেন? সেই উত্তরের হদিস আজও মেলেনি।