Entertainment

রূপের দৌড়ে দিদি দিশাকেও টেক্কা দেবে বোন খুশবু, রইল ছবি

Advertisement
Advertisements

বলিউডের (Bollywood) অন্যতম জনপ্রিয় তথা হটেস্ট অভিনেত্রী হলেন দিশা পাটনি (Disha Patani)। ৩০ বছর বয়সী এই অভিনেত্রীর জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। অভিনয়ের চেয়েও তার ফ্যাশান ও স্টাইল স্টেটমেন্টের কারণে সংবাদের শিরোনামে থাকেন অভিনেত্রী। ১৯৯২ সালে উত্তরপ্রদেশের বেরেলিতে জন্ম নেওয়া দিশা পাটানির আলাদা করে কোনও পরিচয়ের দরকার পরে না। তিনি তার সৌন্দর্য, ফিটনেস ও অভিনয়ের সাহায্যে কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

রূপের দৌড়ে দিদি দিশাকেও টেক্কা দেবে বোন খুশবু, রইল ছবি

২০১৫ ‛লোফার‘ ছবি দিয়ে প্রথম চলচ্চিত্র জগতে পা রাখেন। এরপর ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি‘ সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তবে, আজ আমরা দিশা (Disha Patani) নয় বরং কথা বলবো তার বোন খুশবু পাটানিকে (Khushbu Patani) নিয়ে। তার সৌন্দর্য্যে দিশার চেয়ে কিছু কম নয়। কিন্তু তিনি কি করেন তা জানলে অবাক হবেন আপনিও! খুশবু একজন সেনা কর্মকর্তা। সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে নিযুক্ত আছেন।

রূপের দৌড়ে দিদি দিশাকেও টেক্কা দেবে বোন খুশবু, রইল ছবি

এমনকি দিশার বাবা একজন ডিএসপি। তার নাম জগদীশ সিং পাটানি। ছোট থেকেই তাই পুলিশি পরিবারে বেড়ে উঠেছে দিশা ও খুশবু। এমনকি তাদের একটি ভাইও আছেন। যিনি এখনও স্কুল পাশ করেননি। দিশার (Disha Patani) ছোট থেকে অভিনয়ের প্রতি আগ্রহ থাকলেও খুশবু (Khushbu Patani) কিন্তু সেনাবাহিনীতে যোগদান করেছেন। বাবার থেকে অনুপ্রাণিত হয়েই তিনি এই কর্মজীবন বেছে নিয়েছেন। তিনিও এতটাই সুন্দরী যে, চাইলে মডেল অথবা অভিনেত্রী হতে পারতেন।

রূপের দৌড়ে দিদি দিশাকেও টেক্কা দেবে বোন খুশবু, রইল ছবি

কিন্তু তিনি নিজেকে দেশসেবার কাজে নিযুক্ত করেছেন। ২৯ বছর বয়সী খুশবু (Khushbu Patani) দেশসেবাকে নিজের কর্তব্য বলে মনে করেন। যেহেতু খুশবু সেনাবাহিনীতে নিযুক্ত তাই তিনি বরাবরই ফিটনেস ফ্রিক। দিশা পাটানি এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, তিনি তার বোনকে আইডল মনে করেন। এমনকি মাঝে মধ্যে দিশা তার বোনের ছবিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করেন। তাদের তিন ভাই ও বোনের মধ্যে যে ভালো মিল আছে তা সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেও বোঝা যায়।