রূপের দৌড়ে দিদি দীপিকাকেও টেক্কা দেবে বোন অনিশা, ছবি দেখে হার্টবিট বেড়ে যাবে

ছুটির মরসুমে দীপিকার (Deepika Padukone) বোন অনিশা (Anisha Padukone)। শেয়ার করলেন মালদ্বীপে কাটানো সুন্দর মুহূর্তের কিছু ছবি। বলিউড তারকাদের জীবন মানে হাজার একটা খবর। সবসময় তারা থাকেন সংবাদের শিরোনামে। তবে, তাদের নিকট মানুষেরাও কিন্তু কিছু কম যায়না। তারাও কোনো না কোনো কারণে মাঝেমধ্যেই উঠে আসেন সংবাদের শিরোনামে। আর তারই মধ্যে একজন হলের দীপিকার বোন অনিশা। যিনি পেশায় একজন গোলফার।
View this post on Instagram
দিদির মতো বোনও কম কিছু জনপ্রিয় নয়। বর্তমানে অনিশা (Anisha Padukone) ছুটি কাটাতে পা রেখেছেন মালদ্বীপে। আর সেখান থেকেই একেরপর এক ছবি শেয়ার করে চলেছেন। মালদ্বীপের লাক্সারি রিসর্টে কাটানো ছবি উঠে আসছে তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। যেখানে তাকে সাদা-কালো সুইম শ্যুটে দেখা যাচ্ছে। চোখে রোদ চশমা। আর স্বভাবতই তার এই ছবি ঝড়ের বেগে ভাইরাল (Viral) হয়েছে নেট মাধ্যমে।
View this post on Instagram
ছবি শেয়ার করে অনিশা (Anisha Padukone) ক্যাপশনে লিখেছেন যে, ‛আমার খুশির জায়গা’। বিষয়টি এখানেই শেষ নয়। একদিন আগেও অনিশা ইয়াচকে একটি ছবি শেয়ার করেছেন। সেখানেও তাকে সাদা পোশাকে দেখা গিয়েছে। সঙ্গে পড়েছেন কালো রঙের সানগ্লাস। আর সেই ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন যে, ‛এখন সমুদ্রই জীবন’। এছাড়াও ড্রিংসের গ্লাস হাতেও তাকে দেখা গিয়েছে পোজ দিতে। শুধু কি তাই তাকে নানান রকমের স্পোর্টস এক্টিভিটি করতেও দেখা গিয়েছে।
View this post on Instagram
আর যার মধ্যে স্নোরলিং রয়েছে। সবমিলিয়ে মালদ্বীপে বেশ ভালোই কাটছে অনিশার (Anisha Padukone) ছুটি। কিছুদিন আগেও অনিশাকে দীপিকার সঙ্গে ভুটানে ছুটি কাটাতে দেখা গিয়েছিল। এমনকি দীপিকা (Deepika Padukone) যখন লস অ্যাঞ্জেলেসে গিয়েছিলেন তখনও তার সঙ্গে দেখা গিয়েছিল তার বোন অনিশাকে। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) অভিনেত্রীর বোনের এই ছবি।