রূপের দৌড়ে বলি নায়িকাদের টেক্কা দেবে অমরীশ পুরীর কন্যা, রইল ছবি

‘মোগাম্বো খুশ হুয়া’ এই চেনা লাইন শুনলেই আমাদের মাথায় একজনের মুখ ভেসে ওঠে। ভারতীয় সিনেমায় ভিলেনের চরিত্র নিয়ে কথা বললে অভিনেতা অমরেশ পুরীর (Amrish Puri) নাম আসবেই। নায়ক না হয়েও বেশির ভাগ সিনেমায় নেগেটিভ চরিত্রে অভিনয় করেও যে তিনি এত মানুষের ভালোবাসা পেয়েছে তা বলার অপেক্ষা রাখে না। ‘দিল ওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘কয়লা’, ‘মিস্টার ইন্ডিয়া’, ‘নাগিনা’, ‘করণ অর্জুন’, ‘পরদেস’, ‘দামিনী’ এর মতো বহু সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি।
তবে আজ তিনি নয় আপনাদের জানাবো অমরেশ পুরীর মেয়ে অর্থাৎ নম্রতা পুরীর (Namrata Puri) সম্পর্কে। সৌন্দর্যে বলিউডের যেকোনো নায়িকাকে মাত করে দিতে পারেন সে। বলিউডের থেকে খানিক দূরেই থাকেন তিনি। আসুন তার জীবন সম্পর্কে খানিক জেনে নেওয়া যাক –
পুরো নাম – নম্রতা পুরী বাগওয়ে
জন্ম – ১৯৮৩ সালের ২০ই অগাস্ট
বর্তমান বয়স – ৩৯ বছর
পড়াশুনা – নম্রতা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনা শেষ করেছেন।
বর্তমানে কর্মরত – জানা যায় তিনি চাকরি করেন। তবে তার পাশাপাশি তিনি একজন মডেল ও ফ্যাশন ডিজাইনার। সোশ্যাল মিডিয়াতে একাধিক ফটো আপলোড করেন তিনি যার ফলে অনুরাগীর সংখ্যা হাজার হাজার।
ব্যক্তিগত জীবন – নম্রতার স্বামীর নাম শিরিশ বাগওয়ে। সফল এই ব্যবসায়ির সাথে বেশ লুকিয়েই বিয়ে করেছিলেন নম্রতা। তাঁদের দুজনের দুটি পুত্র সন্তান আছে কৃষ বাগওয়ে ও শান্তুনু বাগওয়ে।
রূপে লক্ষী হলেও অমরেশ পুরীর মেয়ে নম্রতা পুরী লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে শত যোজন দূরে থাকে। নিজের কাজের মধ্যে দিয়েই কার্যত নিজস্ব পরিচিতি তৈরী করেছেন তিনি।