Entertainment

‘বজরঙ্গী ভাইজান’ ছবির ছোট্ট মুন্নিকে মনে আছে? বর্তমানে তিনি এক সুন্দরী যুবতী! রইল ছবি

Advertisement

সলমন খান (Salman Khan) অভিনীত “বজরঙ্গী ভাইজান” ছবির কথা নিশ্চয়ই মনে আছে সবার। একটি পাকিস্তানি শিশুকন্যাকে ঘরে ফিরিয়ে দেওয়ার গল্প সকলের মন ছুঁয়ে গিয়েছিল। সেখানে শিশুকন্যা মুন্নি র ভুমিকায় অভিনয় করেছিল হর্ষালি মালহোত্রা’ (Harshaali Malhotra) নামের একটি মেয়ে।সম্প্রতি একটি সিনেমার প্রিমিয়ারে তাকে দেখা গেল। সেই ভিডিও অল্প সময়ের মধ্যে ভাইরাল (Viral) হয়েছে।

‘বজরঙ্গী ভাইজান’ ছবির ছোট্ট মুন্নিকে মনে আছে? বর্তমানে তিনি এক সুন্দরী যুবতী! রইল ছবি

মুন্নি ওরফে হর্ষালি এখন আর সেই কচি মেয়েটি নেই। শৈশব পেরিয়ে সে এখন অনেকটাই বড় হয়েছে, বয়সের সাথে সাথে আরো সুন্দরী হয়েছে সে। সিনেমায় তাকে সেভাবে দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় (Social Media) সে বেশ ভালো এক্টিভ। প্রায়ই নিজের নানান ছবি সে শেয়ার করে।

‘বজরঙ্গী ভাইজান’ ছবির ছোট্ট মুন্নিকে মনে আছে? বর্তমানে তিনি এক সুন্দরী যুবতী! রইল ছবি

ভাইরাল ভয়ানি (Viral Voyani) নামের একটি ইন্সটাগ্রাম (Instagram) একাউন্ট থেকে হর্ষালির এই ভিডিও সামনে এসেছে। জানা গেছে ৭ ই ডিসেম্বর মুম্বাইতে ‘সানাম ভেঙ্কি’র প্রিমিয়ার অনুষ্ঠান চ্ছিল। সেখানেই উপস্থিত হয়েছিল হর্ষালি। এই অনুষ্ঠানে হর্ষালি একটা অফ হোয়াইট সোয়েট ড্রেস পরেছিল। স্টোন স্টাডেড ড্রেসটির সঙ্গে ডান হাতে চুড়ি, বাঁ হাতে ব্রেসলেট এবং পায়ে ব্রাউন জুতো পরে তাকে দারুণ সুন্দর দেখাচ্ছিল। একদম পাকা ভঙ্গিতে সে যেভাবে বিভিন্ন পোজ দিয়ে ফটোগ্রাফারদের আবদার মেটাচ্ছিল তা দেখে সবাই চমকে গেছেন।

‘বজরঙ্গী ভাইজান’ ছবির ছোট্ট মুন্নিকে মনে আছে? বর্তমানে তিনি এক সুন্দরী যুবতী! রইল ছবি

কেউ কেউ বলছেন যে হর্ষালি বয়সের থেকে বেশি পাকা অঙ্গভঙ্গি করছিল। কিন্তু অনেকে বলছেন যে হর্ষালি যথেষ্ট বড়ো হয়ে গেছে এবং সে একদম বয়সের উপযুক্ত ব্যবহারই করেছে। আসলে হর্ষালির সঙ্গে এখনো অনেকেরই বজরঙ্গী ভাইজানের স্মৃতি জড়িয়ে আছে।