×
Entertainment

সৌন্দর্যের দৌড়ে বলি নায়িকাদের দশ গোল দেবে ‘বাহুবলী’র কাটাপ্পার মেয়ে, দেখুন তার ছবি

বলিউড জগৎ মানেই নাম, যশ, খ্যাতিতে ভরপুর। সকলেই চায় এই জগতে আসতে। কিন্তু এমন কিছু কিছু সেলিব্রেটি আছেন যাদের সন্তানরা এই শোবিজ দুনিয়া নয় বরং বেছে নিয়েছেন অন্য পেশা। আর তাদের মধ্যে একজন হলেন দিব্যা সত্যরাজ। ব্লকবাস্টার সিনেমা ‘বাহুবলী’ আশাকরি সকলেই দেখেছেন। আর এই সিনেমায় কাটাপ্পা চরিত্রে অভিনয় করে ভক্তদের মুগ্ধ করেছেন সত্যরাজ। ‛বাহুবলি’ সিনেমায় কাজ করার পর তার চরিত্রটি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও পৌঁছে গিয়েছে তার জনপ্রিয়তা।

 

View this post on Instagram

 

A post shared by fnewsnow (@fnewsnow0)

দীর্ঘদিন ধরে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি তাঁর কেরিয়ার শুরু করেছিলেন ‛কোদুগাল ইলাথা কোলাঙ্গাল’ ছবি দিয়ে। এছাড়াও তাকে শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের সঙ্গে হিন্দি ছবি ‘চেন্নাই এক্সপ্রেস’ এও দেখা গিয়েছিল। তবে, আপনি কি জানেন সত্যরাজের মেয়ে কোন বিষয়েই তার বাবার থেকে কম যায়না। এমনকি তার মেয়ে খুব সুন্দরীও বটে। সত্যরাজের মেয়ের নাম দিব্যা সত্যরাজ (Divya Sathyaraj)। তিনি পেশায় একজন পুষ্টিবিদ।

 

View this post on Instagram

 

A post shared by Divya Sathyaraj (@divya_sathyaraj)

এছাড়াও তিনি একটি এনজিও চালান। যেখানে দিব্যা শিশুদের এবং দরিদ্রদের সাহায্য করেন। দিব্যা সত্যরাজ কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ এক্টিভ।

 

View this post on Instagram

 

A post shared by Divya Sathyaraj (@divya_sathyaraj)

প্রায় সোশ্যাল মিডিয়ায় তার ভক্তদের জন্য ছবি শেয়ার করে থাকেন। যদিও, দিব্যা নিজেকে গ্ল্যামার জগৎ থেকে অনেকটাই দূরে রয়েছেন। তবে তার সৌন্দর্য্য হার মানাতে পারে যে কোনো বলিউড (Bollywood) অভিনেত্রীকে।