
বাংলা চলচ্চিত্র জগতের প্রথম সারির একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee)। তাকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। রিল থেকে রিয়েল সব নিয়েই তিনি থাকেন সংবাদের শিরোনামে। তবে, আজ শ্রাবন্তী নয় কথা বলবো তার দিদি স্মিতাকে নিয়ে। যিনি কিনা রূপে, গুনে শ্রাবন্তীর চেয়ে কিছু কম যাননা। এমনকি তিনি একজন অভিনেত্রীও বটে। যদিও এখন আর তাকে দেখা যায়না পর্দায়।
শ্রাবন্তীর দিদির নাম স্মিতা চট্টোপাধ্যায় (Smita Chatterjee)। পেশায় তিনি একজন অভিনেত্রী। ‛শপথ’, ‛পরবাস’-র মতো একাধিক ছবিতে তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। এমনকি একসময়ে স্টার জলসার পর্দায় চলা জনপ্রিয় ধারাবাহিক ‛মৌচাক’ সিরিয়ালের তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। তবে, এখন আর তাকে পর্দায় দেখা যায়। বর্তমানে তিনি ঘোর সংসারী। স্বামী-সন্তান নিয়ে বেশ সুখেই সংসার করছেন।
কিন্তু তার স্বামী কে জানা আছে? ২০১৬ সালে সহকর্মী সুজয় ঘোষের (Sujoy Ghosh) সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন স্মিতা। সুজয়ও ‛মজনু’, ‛১০০% লাভ’ সহ বেশ কিছু ছবিতে কাজ করেছেন। তবে, বর্তমানে সুজয়কেও আর পর্দায় দেখা যায়না। অভিনয় জগৎ থেকে তিনি নিজেকে পুরোপুরিভাবে সরিয়ে নিয়েছেন। এমনকি সোশ্যাল মিডিয়ায়ও তিনি তেমন একটা এক্টিভ নয়। গতবছর সুজয় ও স্মিতার কোল আলো করে এসেছে পুত্র সন্তান।
মাঝেমধ্যেই শ্রাবন্তীকে তার আদরের বোনপোকে নিয়ে ছবি পোস্ট করতেও দেখা যায়। জীবনের সব ওঠাপড়ায় শ্রাবন্তীকে পাশে পেয়েছেন স্মিতা। আর তাইতো বোনের সঙ্গে তার বেশ ভালোই সদভাব। বর্তমানে স্মিতা ও সুজয় দুজনই অভিনয় জগৎকে দূরে সরিয়ে রেখে সন্তান নিয়ে বেশ সুখেই সংসার করছেন।