Entertainment

সৌন্দর্যের দৌড়ে বলি অভিনেত্রীদের টেক্কা দেবে গোবিন্দার মেয়ে, রইল ছবি

বলিউড জগতের প্রথমসারির একজন জনপ্রিয় অভিনেতা হলেন গোবিন্দা (Gobinda)। আশির দশকে পা রেখেছিলেন বলিউড জগতে। এরপর একেরপর এক সিনেমায় অভিনয় করে মনজয় করে নেন ভক্তদের। ‛লাভ ৮৬’ সিনেমা দিয়ে তিনি রীতিমতো বক্সঅফিস কাঁপান। বলিউডে (Bollywood) ডেবিউ করার ৪ বছরের মধ্যে তিনি ব্যাক টু ব্যাক ৪০ টি সিনেমা করেন। তবে, বর্তমানে তাকে আর সিনেমার পর্দায় দেখা যায়না।

এমনকি বলিউডের (Bollywood) সঙ্গেও তাকে তেমন একটা যোগাযোগ রাখতে দেখা যায় না। তবে, রিয়েলিটি শোয়ের মঞ্চ গুলিতে মাঝে মধ্যেই তার দেখা মেলে। কিন্তু, গোবিন্দার স্ত্রী সুনীতা (Sunita Ahuja) আহুজা ও মেয়ে টিনা আহুজা (Tina Ahuja) মাঝেমধ্যেই নেটমাধ্যমে ভাইরাল হয়। বিশেষ করে মেয়ে টিনা যেকোনো সময় কোনো না কোনো কারণে উঠে আসেন সংবাদের শিরোনামে। তিনি যে একজন অভিনেত্রী তা আশাকরি বলার অপেক্ষা রাখেনা।

টিনার বলিউড (Bollywood) কেরিয়ার হোক বা তার ব্যক্তিগত জীবন সব নিয়েই তিনি থাকেন লাইমলাইটে। তার সৌন্দর্য্য যেকোনো বলি অভিনেত্রীদের তাক লাগাতে পারে। ‛সেকেন্ড হ্যান্ড হাজবেন্ড’ ছবি দিয়ে তিনি প্রথম অভিনয় জগতে পা রাখেন। এই পাঞ্জাবি ছবিতে অভিনয় করার পরই তিনি বেশি করে জনপ্রিয়তা পান। এছাড়া ‛ড্রাইভিং মি ক্রেজি’ শর্টফিল্মে টিনার (Tina Ahuja) অভিনয় ছিল দেখার মতো। তবে, শুধু অভিনয় নয় শিক্ষার দিক দিয়েও তিনি কিন্তু বেশ এগিয়ে।

টিনার (Tina Ahuja) ফ্যাশান ডিজাইনিং স্নাতক ডিগ্রি আছে। এছাড়াও ফিল্ম ইনস্টিটিউট অফ লন্ডন থেকে অভিনয়ের কোর্সও করেছেন। এছাড়াও আপনি জানলে অবাক হবেন যে, টিনার বিএমডব্লিউ এবং মার্সিডিজের মতো বিদেশি গাড়িও আছে। কোটি কোটি টাকার মালিক তিনি। খুব তাড়াতাড়ি যে তিনি বলিউডে বাজিমাত করবেন তা নিয়ে সন্দেহ নেই। তবে, বলা চলে যে, বাবার এত সম্পত্তির কারণেই তিনি বিলাসবহুল জীবন উপভোগ করেন।