Entertainment

সৌন্দর্যের দৌড়ে দিদি দিব্যা ভারতীকেও টেক্কা দেবে বোন কায়নাত, রইল ছবি

Advertisement

অভিনেত্রী দিব্যা ভারতী (Divya Bharti) এই নাম টা শুনলে প্রথমেই আপনার কি মনে আসবে? ১৯৯৩ সালের ৫ই এপ্রিল এক দুর্ঘটনার জন্য মাত্র ১৯ বছর বয়সেই নিজের প্রাণ দিতে হয় অভিনেত্রী দিব্যা ভারতী কে। তবে তৎকালীন বলিউড সকল অভিনেত্রীদের মধ্যে দিব্যার সৌন্দর্য ছিল সবথেকে সুন্দর সে কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে এখন দিব্যার বোন কায়নাত অরোরা (Kainaat Arora) নিজের সৌন্দর্যের জন্য খুবই বিখ্যাত হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Kainaat Arora (@ikainaatarora)

মডেল, অভিনেত্রী ও গায়িকা বলিউড, তামিল ও পাঞ্জাব ইন্ডাস্ট্রিতে দারুন জনপ্রিয় হয়েছে। দিব্যা তাঁর নিজের দিদি কিন্তু নন বরং দূর সম্পর্কের বোন। তবে তাদের দুজনের মধ্যে সবসময়ই চুলচেরা বিশ্লেষণ চলে। সৌন্দর্যের দিক থেকেও কায়নাত কার্যত দারুন সুনাম করেছে। যে কারণে দিব্যার বোন হিসাবে কায়নাতকে ইন্ডাস্ট্রিতে বারবার তুলনার সম্মুখীন হতে হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Kainaat Arora (@ikainaatarora)

উত্তর প্রদেশ রাজ্যের সাহারানপুরে ১৯৮৬ সালের ২রা ডিসেম্বর জন্মগ্রহণ করেন কায়রাত। ছোট থেকেই মডেল ও অভিনেত্রী হবার শখ ছিল তার। ২০১০ সালে হিন্দি ফিল্ম ‘খট্টা মিঠা’-র মাধ্যমে বলিউডে ডেবিউ করলেও কিছু বছর আর দেখা যায়নি। ২০১১ সালে তামিল ফিল্ম ‘মনকন্ঠ’ দিয়ে ডেবিউ করেন। ২০১৩ সালে ‘গ্র্যান্ড মস্তি’ ও মালয়ালাম ও পাঞ্জাবি সিনেমাতেও দেখা গেছে।

 

View this post on Instagram

 

A post shared by Kainaat Arora (@ikainaatarora)

২০২২ সালে ‘ইস্ক পশমিনা’ নামের একটি হিন্দি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। তার অভিনয় বেশ ভালো লেগেছে সিনেমা প্রেমীদের। তবে এখনও অনেকেই বলেন দিদি দিব্যা ভারতীর মতো অভিনয়ে পারদর্শী হয়ে ওঠেননি তিনি। এর পরিপ্রেক্ষিতে যদিও কায়নাত নিজেই বলেছেন পরিশ্রম ছাড়া সফলতা আসে না। তাই তিনি নিজে পরিশ্রম করে কাজ করে যেতে চান।