×
Entertainment

নিপাকে ভুলে চুপিসারে বিয়ে করে নিলেন ‘মিঠাই’ সিরিয়ালের রুদ্র! রইল সমস্ত ছবি

২০২১ সালের ৪ঠা জানুয়ারি ‘মিঠাই’ ধারাবাহিকটি শুরু হয়েছিল। এখনও পর্যন্ত ৭৩০ টি এপিসোড হয়ে গেছে। টানা ৪৬ বার বেঙ্গল টোপার হয়েছে মিঠাই। ধারাবাহিকের মুচমুচে টুইস্ট, কলাকুশলীদের অসামান্য অভিনয়, প্রধান জুটির মিষ্টি রসায়ন, গল্প ও ডায়লগ সব মিলিয়ে ধারাবাহিকের মূল ইউএসপি এটাই। তবে বর্তমানে মিঠাই অনেকটাই ব্যাকফুটে আছে। এখন মিঠাইয়ের পরিবর্তে একইরকম দেখতে মিঠিকে দেখানো হচ্ছে।

নিপাকে ভুলে চুপিসারে বিয়ে করে নিলেন ‘মিঠাই' সিরিয়ালের রুদ্র! রইল সমস্ত ছবি -

ধারাবাহিকে মিঠাইয়ের ছোট নন্দাই রুদ্র যার আসল নাম ফাহিম মির্জা গায়েব হয়ে গেছেন। হঠাৎ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে ধারাবাহিকে। আসলে তিনি বিয়ে করেছেন আর সেই বিয়ের বিশেষ মুহূর্তের ভিডিও হয়ে উঠেছে ভাইরাল। চুপিসাড়ে বিয়ে সেরে ফেললেও জানেন পাত্রী কে? বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ শ্বেতা দাস (Sweta Das)।

নিপাকে ভুলে চুপিসারে বিয়ে করে নিলেন ‘মিঠাই' সিরিয়ালের রুদ্র! রইল সমস্ত ছবি -

চিন্তা নেই নিছকই চরিত্র ও তাদের নতুন ধারাবাহিকের খাতিরে এই বিয়ে। আকাশ আটের নতুন ধারাবাহিক ‘শ্বেত পাথরের থালা’ একসাথে অভিনয় করছেন ফাহিম ও শ্বেতা। সেখানেই গল্পের গোড়াতেই তাদের বিয়ের চরিত্র দেখানো হবে যে কারণে এই প্রস্তুতি। তবে গল্পের ছলে বেশ ভালোই মজায় হয়েছে এই শুটিংয়ে।

নিপাকে ভুলে চুপিসারে বিয়ে করে নিলেন ‘মিঠাই' সিরিয়ালের রুদ্র! রইল সমস্ত ছবি -

মিঠাই ধারাবাহিকে রুদ্র আর নিপার জুটি দর্শকদের বেশ পছন্দের। কিন্তু এখন তাঁকে আর দেখা যাচ্ছে না। যে কারণে ফাহিময়েরও বেশ মন খারাপ বলা যায়। একমাসের জন্য বিরতি নিয়েছেন ফাহিম আবার মিঠাইয়ে ফিরে আসার কথা আছে তাঁর। নতুন এই চরিত্র কতটা মনে ধরে দর্শকদের এখন সেটাই দেখার।