অজয়-কাজলের অনস্ক্রিন কন্যাকে মনে আছে? বর্তমানে তিনি এক সুন্দরী যুবতী, রইল ছবি

৯০’র দশকের সময়কার ছেলে মেয়েরা আজ পূর্ণ বয়স্ক। কেউ নিজের পায়ে দাঁড়িয়ে গেছেন তো কেউ করছেন চেষ্টা। সিনেমার ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক একই রকম হয়ে থাকে। অজয় দেবগন (Ajay Devgan) ও কাজলের (Kajol) পর্দার কন্যা আজ অনেক বড়ো হয়ে গেছেন। না দেখলে তাঁকে কিন্তু আপনি এক মুহূর্তের জন্য বিশ্বাস করতে পারবেন না। কি চমকে গেলেন তাই তো? ১৯৯৯ সালে ‘দিল কেয়া কারে’ সিনেমায় একসাথে অভিনয় করেছিলেন অজয় ও কাজল।
সেই সিনেমাতেই তাদের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন নেহা কিশোর। তবে সিনেমার সেই ছোট্ট নেহার আসল নাম অক্ষিতা গারুর (Akshita Garud)। সেই সিনেমায় ক্ষুদে অক্ষিতার অভিনয় সবাইকে খুব ভালোবাসিয়েছিলেন। পরবর্তীতে যদিও পর্দায় সেইভাবে এক্টিভ নন তিনি। কিন্তু ২০০২ সালে ‘Kumkum: Ek Pyara Sa Bandhan’ ও সেই বছরই ‘Marshal’ নামের একটি সিনেমায় অভিনয় করেন।
অজয় দেবগন তো বটেই অক্ষয় কুমারের মতো অভিনেতার সাথেও স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল তাকে। জুহি পারমার অভিনীত ‘কুমকুম’এও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলেছিল অক্ষিতার। তবে হঠাৎ সোশ্যাল মিডিয়ার পাতায় তার বেশকিছু ছবি ভাইরাল হতেই আবারো চর্চার আলোয় অভিনেত্রী। বর্তমানে বোল্ড ও হট লুকে হামেশাই দেখা যাচ্ছে অক্ষিতাকে।
কোনো সময় ব্রালেটে তো কোনো সময় তাঁকে শরীরে বিনা অন্তর্বাস জড়িয়েই দেদারসে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেছে। অভিনেত্রী হবার ২০১০ সালে Raffles Design international থেকে পাশাপাশি ফ্যাশন মার্কেটিং নিয়ে পড়াশুনা করেছিলেন তিনি। বর্তমানে অক্ষিতা ‘Reebok’ কোম্পানির ব্র্যান্ড ম্যানেজার হিসাবে কাজ করছেন।