Sachin Tendulkar : রয়েছে প্রাসাদের ন্যায় ১০০ কোটির বাংলো! সচিনের বাড়ির অন্দমহলের ছবি দেখলে অবাক হবেন আপনিও

ভারতীয় ক্রিকেট দলের মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকার (Sachin Tendulkar) কোনো সিনেমার হিরোর থেকে কম নয়। পৃথিবীর সবথেকে ধনী ক্রিকেটারের লিস্টেও তার নাম শোনা যায়। তার জীবন নিয়ে সাধারণ মানুষ সবসময়ই বিভিন্ন তথ্য জানতে চান। তিনি যে বাড়িতে থাকেন জানেন তার দাম কত? কত টাকাতেই বা কিনেছিলো সচিন সেই বাড়িটি। চলুন আজ আপনাদের সেই বাড়ির একটি ট্যুর দেওয়া যাক। এই প্রতিবেদনের মাধ্যমে।
২০০৯ সালে মুম্বাইয়ের বাঁন্দ্রায় সমুদ্রের ঠিক পাশে ৩৫ কোটি টাকা খরচ করে একটি বিলাসবহুল বাড়ি কিনেছিলেন তিনি। তবে ২০১১ সালে স-পরিবার সেই বাড়িতে বাস শুরু করেন। যে অবস্থায় কিনেছিলেন তা নিজের মতো করে পরিবর্তন করেন।
বাড়ির রান্না ঘরটি সবথেকে উজ্জ্বল। কমলা দেওয়াল থেকে বিদেশী মার্বেল বসানো মেঝে। মাল্টি ফাঙ্কশন কিচেন যার মধ্যে আপনি নিজের ইচ্ছা মতো জায়গা পাবেন ও পছন্দ মতো রান্না করতে পারবেন।
সচিন টেন্ডুলকারের পছন্দের জায়গা তার বাগান। সেখানে তিনি দিনে কিছু সময় কাটান। একাধিক গাছ আছে যা নিজে হাতে চর্চা করেন।
ছাদের মধ্যেই জিম ও যোগা আছে। যেখানে সকালে সচিন থেকে স্ত্রী অঞ্জলি সবাই সম্পূর্ণ রূপে ব্যবহার করে।
সচিন টেন্ডুলকার এবং তার পুরো পরিবার বাস্তবিক জীবনে খুবই ধার্মিক। এই জন্য শচীন তাঁর বাড়ির একটা বড় অংশ উৎসর্গ করেছেন দেবতার সুবিশাল মন্দিরের জন্য। সচিন টেন্ডুলকারের বাড়ির মন্দিরটি সত্যিই অসাধারন।
সমস্ত আসবাবপত্র সাজানো হয়েছে কাঠের জিনিসপত্র দিয়ে। ঘরের অন্দরের রং রাখা হয়েছে সাধারণ হালকা। আর হালকা রং রাখার কারণ ইতিবাচক শক্তির চলাচল।
বাড়িতে যে পার্কিং রাখা আছে সেই পার্কিংয়ে একসাথে ৫০ টি গাড়ি দাঁড়াতে পারে।
অন্যান্য তথ্য :
সবশেষে জানিয়ে রাখি সচিন টেন্ডুলকারের স্বপ্নের এই বাড়িটির দাম ১০০ কোটির থেকেও বেশি।
Ferrari 360, Nissan GT-R, BMW i8, BMW M5, Mercedes-Benz, BMW X5M, BMW M6 মতো একাধিক কোটি টাকার গাড়ি আছে তার গ্যারাজে। ২০২৩ সালে দাঁড়িয়ে সচিন টেন্ডুলকারের মোট সম্পত্তি ১৬৫ মিলিয়ন অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১৩৫০ কোটি টাকা। এসব ধন-দৌলত সব কিছুই ভরপুর থাকলেও সচিন টেন্ডুলকরের বাড়িটি নিয়ে কার্যত সাধারণ মানুষের মধ্যে চর্চার শেষ নেই।