এই বিলাসবহুল মেকআপ ভ্যানে শুটিংয়ের জন্য রেডি হন ‘ঝুমা বৌদি’ মোনালিসা, দেখুন চোখ ধাঁধানো অন্দরসজ্জা

বিশেষভাবে ভোজপুরি ইন্ডাস্ট্রির নায়িকা তিনি। তবে তার বাংলায় অভিনয় আজও ভুলতে পারেনি দর্শক। ‘ঝুমা বৌদি’-এর লাস্যময়ী আবেদন পুরুষ নেটিজেনদের মন কেড়ে নিতে বাধ্য। নিশ্চয় বুঝেই গেছেন যে কথা হচ্ছে অভিনেত্রী মোনালিসার (Monalisa) সম্পর্কে।
যিনি অভিনয় জগতের পাশাপাশি সোশ্যাল মিডিয়া (Social Media)-তেও খুবই অ্যাক্টিভ। ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত তুলে ধরেন নেটিজেনদের সামনে। এবার তিনি তার বিলাসবহুল মেকআপ ভ্যানের মধ্যে ফটোশুট করলেন।
যা সম্প্রতি তার ইন্সটা (Instagram) হ্যান্ডেলে ফটোগুলি আপলোডও করেছেন। নায়িকার ভ্যানিটি ভ্যানটি সত্যি তাক লাগানোর মতো। সম্পূর্ণ চকলেট রঙ্গের অন্দরমহল ভ্যানটির, যা দেখতে অসাধারণ। দুটি বড়ো বসার সোফা আছে। সেখানে রাখা আছে বালিশ।
আবার বিশাল এক আয়না আছে। যার চারপাশে সুন্দর লাইট লাগানো। নায়িকা মেকআপ করার আসল জায়গা এটি তা অনায়েসেই বোঝা যাবে। একটি সুন্দর টেবিলও রাখা আছে সোফার সামনে। যে কোনো ছোট কাজ সেখানে অনায়েসেই করা যাবে। তবে তার ভ্যানিটি ভ্যানে আর কি কি আছে তা কিন্তু জানা যায়নি।
লাল পাজামা প্যান্ট ও সবুজ রঙের স্লীভলেস টপে ধরা দিয়েছেন মোনালিসা এই ফটোগুলিতে। নো মেকআপ লুক, খোলা চুল ও লাস্যময়ী আবেদন মুহূর্তেই মন কেড়েছে নেটিজেনদের। তার ফটোগুলো ব্যাপক ভালোবেসেছে নেটিজেনরা। দারুন সুন্দর সুন্দর কমেন্ট ও এসেছে তার উদ্দেশ্যে।
সম্প্রতি তাকে ‘Smart Jodi’ নামের একটি রিয়ালিটি শোতে দেখা যাচ্ছে। তার সাথে আছে স্বামী Vikrant Singh Rajput। Star Plus চ্যানেলের ‘Nazar’ ধারাবাহিকে তার চরিত্র সব থেকে বেশি নজর কেড়েছিল। তবে আবার কবে তাকে বাংলায় অভিনয় করতে দেখা যাবে তার দিন গুনছে দর্শক।