Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Entertainment

ছবিতে এই বাচ্চা শিশুটিকে চেনেন? বর্তমানে তিনি জনপ্রিয় টলি অভিনেতা, রইল নাম বলার চ্যালেঞ্জ

শীত পড়তে না পড়তেই কার্যত সেলেব্রেটিরা হয়ে উঠেছেন অলস। তারা দুপুরের সময় সোশ্যাল মিডিয়াতেই সময় কাটাচ্ছেন। সেলেবদের ছোটবেলার ফটো দেখে কিন্তু এখন আমরা চিনতে পারি না। নিজেরাই যদিও নস্টালজিক হয়ে তাদের ছোট বেলার সুন্দর কোনো মুহূর্ত শেয়ার করে থাকেন। এবার তেমনই এক টলি পাড়ার অভিনেতা শেয়ার করেছেন তার ছোটবেলার ফটো।

রবিবারের দুপুরে অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya) নিজের ছেলেবেলার মিষ্টি একটি ছবি আপলোড করেছেন। শুধু তাই নয় অভিনেতার মা মালবিকা ভট্টাচার্য (Malabika Bhattacharya)-কে ট্যাগ ও করেছেন। একরত্তি অম্বরিশের এক্সপ্রেশন দেখে মন গলেছে সকল নেটিজেনদের। বিশেষ কোনো অনুষ্ঠান উপলক্ষে তার এই বিশেষ সাজ।

ধুতি-পাঞ্জাবি পরে মায়ের কোলে বসে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন ক্যামেরার দিকে। পাশে তার দিকে তাকিয়ে আছেন অভিনেতার বাবা। অম্বরিশ ফটোর ক্যাপশনে লিখেছেন -‘যখন ছোট ছিলাম’। তারপরে একটি লাভ ইমোজি ব্যবহার করেছেন সকলে। অ্যাকশন কিংবা নাচানাচি না করলেও অম্বরিশের অভিনয়ের ফ্যান প্রচুর মানুষ। শুধু সিনেমা নয় ধারাবাহিক ও নাটকেও নিয়মিত অভিনয় করেন তিনি।

আগামী ২১ শে ডিসেম্বর পরিচালক অভিজিৎ সেনের ‘প্রজাপতি’ সিনেমাটি রিলিজ করবে। যার ট্রেলার দেখে আবারো একবার বাংলা সিনেমার উপর মুগ্ধ দর্শক। প্রধান চরিত্রে দেব ও মিঠুন চক্রবর্তী। তবে অম্বরিশ এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। বাবা ও ছেলের জীবন নিয়ে তৈরী এই সিনেমায় অম্বরিশকে কতটা নতুনভাবে দেখতে পাওয়া যাবে সেটা নিয়ে কৌতূহলী সিনেমা প্রেমীরা।