Entertainment

Parambrata Chatterjee : ছবিতে স্কুল ড্রেস পরা বালকটিকে চিনতে পারছেন? বর্তমানে তিনি টলিউডের চেনা মুখ! রইল নাম বলার চ্যালেঞ্জ

Advertisement

Parambrata Chatterjee : অভিনেতা-অভিনেত্রীদের ছোটবেলার ফটো বর্তমানে হামেশাই ভাইরাল হয় নেট মাধ্যমে। তাঁদের দেখে কিন্তু আমরা অনেক সময়ই চিনতে পারি না। বেশিরভাগ সেলেব্রেটি কার্যত নস্টালজিক হয়ে তাদের ছোট বেলার সুন্দর কোনো মুহূর্ত শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়াতে (Social Media)। এবার তেমনই এক টলি পাড়ার দাপুটে অভিনেতার ফটো কার্যত ফেসবুক (Facebook) জুড়ে ঘুরে বেড়াচ্ছে।

Parambrata Chatterjee

ফটোতে একদল স্কুল পড়ুয়া বসে আছে বেঞ্চের উপরে। তবে একদম মধ্যমনী হয়ে বসে আছেন যে বালক সে কে জানেন? বর্তমানে টলিউডের অভিনয়ের পাশাপাশি পরিচালক ও গায়কের তকমাও গায়ে সেটে নিয়েছেন তিনি। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন সেই ফটোতে কাকে দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিকই ধরেছেন, ইনি হলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বর্তমানে ফেসবুকে অভিনেতার এই ছবিটি রীতিমত ভাইরাল (Viral) হয়েছে।

Parambrata Chatterjee
Parambrata Chatterjee

ছবিতে ছাই রঙের প্যান্ট এবং শার্ট স্কুলের পোশাকে দেখা যাচ্ছে। ডান হাতে একটি ঘড়ি পরে আছেন তিনি। জানা যায় আজকের মতোই পরমব্রত তার স্কুলেও ব্যাপক ফেমাস ছিলেন। কেউ কেউ এই ফটো দেখে চিন্তে পেরেছেন তো কেউ পারেননি। কারও মতে পরমব্রত চট্টোপাধ্যায়ের মুখের আদল নাকি এতটুকু বদলায়নি একই রকম দেখতে রয়েছেন অভিনেতা। কেউ কেউ অবশ্য ছবি দেখার পরও সন্দেহের বশে প্রশ্ন করেছেন, ‘ইনি কি পরম দা?’

Instagram Post Of Parambrata Chatterjee

‘হাওয়া বদল ২’ সিনেমায় অভিনয় করবেন পরমব্রত। শেষবার ‘ঘরে ফেরার গান’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। প্রথমবারের জন্য ইশা সাহার সঙ্গে জুটি বেঁধেছিলেন। আবার ৮০ এর দশকের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তৈরী ছবি ‘শিবপুর’ সেখানে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে পরমকে। সিনেমার ফার্স্ট লুক ইতিমধ্যেই সামনে এসেছে।