ছবিতে থাকা এই ছোট্ট মেয়েটিকে চেনেন? বর্তমানে তিনি জনপ্রিয় টলি অভিনেত্রী, রইল ছবি

সেলিব্রেটিদের ছোটবেলাকার ছবি মাঝেমধ্যেই ভাইরাল (Viral) হয় নেটমাধ্যমে। সম্প্রতি তেমনই এক অভিনেত্রীর ছবি ভাইরাল হয়েছে। পরণে নীল সাদা রঙের ফ্রক, চেয়ারে বসে আছে মেয়েটি। ঘাড় পর্যন্ত কাটা চুল। কানে সোনার দুল ও হাতে ঘড়ি। একগাল মিষ্টি হাসিতে নজর কেড়েছে সকলের। কিন্তু এই বাচ্চা মেয়েটি আসলে কে সেটাই অনেকে ধরতে পারছেন না। তবে, সকলের কাছে তিনি বেশ পরিচিত। একাধিক সিরিয়ালে তিনি কাজ করেছেন।
চিনতে পারছেন কি তিনি কে? আচ্ছা আরও কিছুটা হিন্ট দিচ্ছি। সম্প্রতি জি বাংলার হাত ধরে আবারও ছোটপর্দায় তিনি ফিরতে চলেছেন। ৪ সখীকে নিয়ে মনের কথা বলবেন তিনি। এবার বুঝতে পারছেন নিশ্চই তিনি কে? হ্যাঁ তিনি হলেন টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী মানালী দে। একটা সময় স্টার জলসার (Star Jalsha) পর্দায় ‛বউ কথা কও’ ধারাবাহিকের মাধ্যমে তুমুল পরিচিতি পেয়েছিলেন।
এরপর একেরপর এক ধারাবাহিকে অভিনয় করে পেয়েছেন জনপ্রিয়তা। কিছুদিন আগে পর্যন্ত স্টার জলসার পর্দায় ‛ধুলোকণা’ ধারাবাহিকে ফুলঝুড়ি নামের চরিত্রে তিনি সকলের নজর কেড়েছেন। এছাড়াও গোত্র সিনেমায় তিনি কাজ করেছেন। সম্প্রতি জি বাংলার (Zee Bangla) পর্দায় মানালীর নতুন ধারাবাহিক আসছে। যার নাম ‛কার কাছে কই মনের কথা’। এদিন মানালী (Manali Dey) নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছবিটি শেয়ার করেছেন।
সঙ্গে যোগ করেছেন ‛দিল হ্যায় ছোটা সা’ গানটি। অভিনেত্রীর ছবি শেয়ার করতেই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ‛তুমি একই রকম আছ’। আবার কেউ লিখেছেন ‛কি মিষ্টি রে’। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল মানালীর (Manali Dey) এই ছবি।