Advertisement
Entertainment

ছবিতে স্কুল ড্রেস পরা ছেলেটি আজ জনপ্রিয় টলি অভিনেতা! রইল নাম বলার চ্যালেঞ্জ

Advertisement
Advertisements

পরণে স্কুলের পোশাক, চোখে চশমা সাদা কালো ছবিটিতে ছেলেটি কে চিনতে পারছেন? বর্তমানে তিনি বাংলা চলচ্চিত্র জগতের প্রথম সারির একজন অভিনেতা। তিনি হলেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। দূর্দান্ত নাচের পাশাপাশি অভিনয় দিয়ে মনজয় করে নিয়েছেন সকলের। তার ফ্যান ফলোয়িং সংখ্যা নেহাত কম নয়। মাঝে মধ্যে নিজের সোশ্যাল হ্যান্ডেলে নিত্য নতুন ছবি ও মজার ভিডিও দিয়ে নজর কাড়েন নেটিজেনদের।

ছবিতে স্কুল ড্রেস পরা ছেলেটি আজ জনপ্রিয় টলি অভিনেতা! রইল নাম বলার চ্যালেঞ্জ

Advertisements

বর্তমানে তার যথেষ্ট নাম ডাক। কিন্তু তার এই সাফল্য কিন্তু সহজে আসেনি। মধ্যবিত্ত পরিবারের ছেলে অঙ্কুশ। বর্ধমানে তার জন্ম। প্রথমে সেখানকারই হোলি রক স্কুল ও পরে ইস্ট-ওয়েস্ট মডেল স্কুল থেকে পড়াশোনা শেষ করেন। এরপর চোখে স্বপ্ন নিয়ে কলকাতায় আসেন। কিন্তু আর পাঁচটা মধ্যবিত্ত পরিবারের মতো অঙ্কুশের পরিবারেও এই পেশাকে মেনে নেয়নি।

Advertisements

আসলে অনিশ্চিত এই পেশায় পা রাখা প্রথমদিকে কেউই মেনে নিতে পারেনা। কলকাতায় আসার আগেও অঙ্কুশ দুর্গাপুরের ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে বি টেক করেছিলেন। এরপর কলকাতার হেরিটেজ ইনস্টিটিউট থেকে বিবিএ পাশ করেন। পাশাপাশি নিজের স্বপ্নকে জিইয়ে রাখার জন্য বিভিন্ন প্রোডাকশন হাউজে অডিশন দিতে থাকেন।

অবশেষে ২০১০ সালে পীযূষ সাহার ছবি ‛কেল্লাফতে’-র দিয়ে টলিউডে ডেবিউ করেন। এরপর একেরপর এক ছবিতে নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন। বর্তমানে তিনি টলিউড ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় প্রথম সারির অভিনেতার মধ্যে একজন। সম্প্রতি তার এই ছোটবেলার ছবি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।