ছবিতে হাঁসি মুখে এই বাচ্চা মেয়েটিকে চেনেন? বর্তমানে তিনি টলিউডের চেনা মুখ! রইল নাম বলার চ্যালেঞ্জ

বরাবরই তার একগাল মিষ্টি হাসি নজর কেড়েছে সকলের। পাশাপাশি তার অভিনয় তো রয়েছেই। তিনি হলেন জীবনের যোদ্ধা। তার লড়াইকে কুর্নিশ জানায় সকলেই। কার কথা বলছি বুঝতে পারছেন না নিশ্চই? তিনি হলেন সকলের প্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। বর্তমানে তিনি আর বেঁচে নেই। কিন্তু তার কাজের মধ্যে দিয়ে তিনি চিরটাকাল বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে। ঐন্দ্রিলা নামটা ভোলার নয়।
দিনটা ২০২২ সালের ২০ নভেম্বর। ঘড়ির কাঁটায় তখন দুপুর ১২ টা ৫৯ মিনিট। হাওড়ার (Howrah) একটি বেসরকারি হাসপাতালে (Hospital) জীবনাবসান ঘটে অভিনেত্রীর। টানা ১৯ দিনের লড়াই শেষে অবশেষে না ফেরার দেশে পাড়ি দেন ঐন্দ্রিলা। ২০১৫ সালে তিনি প্রথমবার ক্যান্সারে (Cancer) আক্রান্ত হয়েছিলেন। এরপর কেমোথেরাপি চলার পর ২০১৬ সালে তিনি সুস্থ হয়ে ওঠেন। কিন্তু তার ৬ বছর পর অর্থাৎ ২০২২ সালে আবারও আক্রান্ত হয়েছিলেন মারণ রোগ ক্যান্সারে।
কিন্তু তারপরেও সুস্থ হয়ে ফিরে এসেছিলেন স্বাভাবিক জীবনে। কিন্তু আচমকা আবারও ঘটে বিপত্তি। ২০২২ সালের ১ নভেম্বর ব্রেন স্টোকে আক্রান্ত হন অভিনেত্রী। কোমায় চলে যান। তারপর থেকেই প্রতিদিন একটু একটু করে লড়াই করে যান বেঁচে থাকার। কিন্তু তৃতীয় লড়াইতে আর পারেননি প্রানটুকু বাঁচিয়ে রাখতে। দেখতে দেখতে ৪ মাসের বেশি হয়ে গেল ঐন্দ্রিলা আমাদের ছেড়ে চলে গেছে। ছেড়ে গেছেন তার সব্যকে (Sabyasachi Chowdhury)।
তবে, মাঝেমধ্যেই তার ছবি ও ভিডিও ভাইরাল (Viral) হয় সোশ্যাল মিডিয়ায় (Social Media)। অনুরাগী ও কাছের মানুষদের হাত ধরে তিনি আবারও ফিরে আসেন সবার মাঝে। সম্প্রতি ঐন্দ্রিলার দিদি ড. ঐশ্বর্য শর্মা (Aishwarya Sharma) বোনের ছোট্টবেলার ছবি দিয়ে একটি রিল বানিয়েছেন। যেখানে ঐন্দ্রিলার নানান আনন্দের মুহূর্ত ধরা পড়েছে। আর যা দেখে আবারও একবার চোখের কনে জল এসেছে ঐন্দ্রিলার অনুরাগীদের। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় ফের একবার জীবন্ত হয়ে উঠেছেন লড়াকু ঐন্দ্রিলা (Aindrila Sharma)।
Humppy-এর পক্ষ থেকে আমরা আবারও একবার কুর্নিশ জানাই প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার লড়াইকে। এমনকি তার আত্মার শান্তি কামনা করি।