Entertainment

সালমান-পূজাকে কাকা-ভাইজি বলছে নেটিজেনরা, মুভিটা আদেও চলবে তো? জানুন ভাইজানের ৫ টি ফ্লপ মুভির নাম

Advertisement
Advertisements

বি টাউনের মোস্ট এলিজেবেল ব্যাচেলার হলেন সালমান খান (Salman Khan)। তার সিনেমা মানেই দর্শকদের মধ্যে আলাদা রকমের ক্রেজ। সে উন্মাদনা চোখে না দেখলে বিশ্বাস করার মতো নয়। সম্প্রতি ২১ এপ্রিল মুক্তি পেতে চলেছে সালমানের নতুন ছবি ‛কিসি কা ভাই কিসি কা জান‘। এই সিনেমায় সালমানের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে। ছবি নিয়ে প্রথমদিকে মানুষের উন্মাদনা থাকলে ট্রেলার দেখার পর সেই উত্তেজনা খানিকটা কমে গেছে।

সালমান (Salman Khan) সুপারস্টার হলেও তার অনেক এমন ছবি আছে যা ফ্লপ করেছে। আজকের এই প্রতিবেদনে আমরা তেমনই ৫ টি ছবির কথা বলবো। চলুন তবে জেনে নেওয়া যাক সেগুলি কি কি।

সালমান-পূজাকে কাকা-ভাইজি বলছে নেটিজেনরা, মুভিটা আদেও চলবে তো? জানুন ভাইজানের ৫ টি ফ্লপ মুভির নাম

  • রাধে (Radhe): ২০২১ সালে মুক্তি পাওয়া ছবি রাধে সিনেমার IMBD রেটিং ছিল মাত্র ১.৯। দিশা পাটানির সঙ্গে এই কেমিস্ট্রি একেবারেই মনে ধরেনি দর্শকদের। ৯০ কোটি টাকার এই ছবি মাত্র ১৮.৩৩ কোটি টাকা ব্যবসা করেছিল।

সালমান-পূজাকে কাকা-ভাইজি বলছে নেটিজেনরা, মুভিটা আদেও চলবে তো? জানুন ভাইজানের ৫ টি ফ্লপ মুভির নাম

  • টিউবলাইট (Tubelight): সালমানের কেরিয়ারের আরও একটি ফ্লপ ছবি হল টিউবলাইট। IMBD রেটিং ছিল মাত্র ৩.৫। তবে, বক্স অফিসে এই ছবিটি ২০০ কোটি টাকার ব্যবসা করেছিল।

সালমান-পূজাকে কাকা-ভাইজি বলছে নেটিজেনরা, মুভিটা আদেও চলবে তো? জানুন ভাইজানের ৫ টি ফ্লপ মুভির নাম

  • রেস থ্রি (Race 3): রেস সিনেমার প্রথম ও দ্বিতীয় পার্ট যতটা সাফল্য পেয়েছিল তার সিকিভাগও জোটেনি রেস থ্রির ভাগ্যে। IMBD রেটিং ছিল ১.৯। তবে, বক্স অফিসে এই ছবি ২৫০-৩০০ কোটি টাকার ব্যবসা করেছিল।

সালমান-পূজাকে কাকা-ভাইজি বলছে নেটিজেনরা, মুভিটা আদেও চলবে তো? জানুন ভাইজানের ৫ টি ফ্লপ মুভির নাম

  • যুবরাজ (Yuvraaj): ২০০৮ সালে মুক্তি পাওয়া ছবি যুবরাজ ও ছবিটিও নাম লিখেছিল ফ্লপের খাতায়। এই সিনেমায় ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বেঁধেছিলেন সালমান। ৪৮ কোটি টাকা বাজেটের এই ছবিটি ৩১.২২ কোটি টাকার ব্যবসা করেছিল।

সালমান-পূজাকে কাকা-ভাইজি বলছে নেটিজেনরা, মুভিটা আদেও চলবে তো? জানুন ভাইজানের ৫ টি ফ্লপ মুভির নাম

  • ম্যায় অর মিসেস খান্না (Main Aur Mrs Khanna): ২০০৯ সালে মুক্তি পাওয়া ‛ম্যায় অর মিসেস খান্না’ ছবিটিও রয়েছে ফ্লপের খাতায়। তবে অবাক করা বিষয় হল এই নামে যে, সালমানের কোনো সিনেমা আছে তা অনেকেই জানেন না। এই ছবিটার IMBD রেটিং ছিল ৩.৪। সালমান, সোহেল, করিনা কাপুর অভিনীত ৩৮ কোটি টাকার বাজেটের এই ছবি মাত্র ১৬ কোটি টাকা আয় করেছিল।