মায়ের মতোই সুন্দরী আরাধ্যা, ঐশ্বর্য-অভিষেকের মেয়ে কি সাজে স্কুলে যায় জানেন? দেখুন ছবি

প্রাক্তন মিস ওয়ার্ল্ড ঐশ্বর্য রাই বচ্চন (Aiswarya Rai Bachchan) ও অভিষেক বচ্চনের (Avishek Bacchan) মেয়ে হলেন আরাধ্যা বচ্চন (Aaradhya Bachchan)। ছোট থেকেই সকলের কাছে সে ভীষন জনপ্রিয়। আর সেটা হওয়াটাই স্বাভাবিক। কেননা সে বচ্চন পরিবারের উত্তরাধিকারী। আর তাছাড়াও তার মা হলেন বলিউড ডিভা ও তার দাদু স্বয়ং অমিতাভ বচ্চন। তবে, বচ্চন পরিবার আরাধ্যাকে স্টার হিসেবে নয় অন্যান্য বাচ্চাদের মতোন করেই বড় করে তুলছেন।
এই মুহূর্তে আরাধ্যা আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করছেন। এক্ষেত্রে ভক্তদের মনে প্রশ্ন আসে যে স্টার কিড হওয়ার সুবাদে আরাধ্যা কি স্কুলে আলাদা কোনো সুবিধা পায় নাকি অন্য বাচ্চাদের মতো তাকেও স্কুলের সব নিয়ম মেনে চলতে হয়। নেটিজেনদের এই প্রশ্নের উত্তর আরাধ্যার (Aaradhya Bachchan) একটি স্কুলের ছবিতেই পাওয়া গেছে। এই ছবিতে আরাধ্যকে স্কুলে বাকি বাচ্চাদের সঙ্গে মাঠে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
View this post on Instagram
অন্য সকল বাচ্চাদের মতো তাঁর পরণে রয়েছে স্কুল ইউনিফর্ম। এমনকি মুখে রয়েছে মাস্ক। স্টার কিড হওয়ার কারণে তাঁর জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই। আরাধ্যার এই ছবি নেটিজেনরা খুব পছন্দ করেছেন। ঐশ্বর্য রাই (Aiswarya Rai Bachchan) এবং পুরো বচ্চন পরিবারের সাথে আম্বানি পরিবারের খুব ভাল সম্পর্ক রয়েছে। তবে তাই বলে আরাধ্যা কোনো আলাদা সুবিধা পান না। তাঁর সঙ্গে অন্য সব বাচ্চাদের মতোই আচরণ করা হয়।
View this post on Instagram
আরাধ্যা বচ্চন পরিবারের ছোট সদস্য, তবে তার জনপ্রিয়তা কোনও বড় তারকার চেয়ে কম নয়, যদিও আরাধ্যা কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নেই, তবে তার একটি নয় হাজার হাজার ফ্যান পেজ রয়েছে। আর তাতে হাজার হাজার নয় লক্ষ লক্ষ ফলোয়ার। এমনকি ঐশ্বর্যও (Aiswarya Rai Bachchan) তাঁর মেয়ের সঙ্গে সেলফি তুলে পোস্ট করেন সোশ্যাল হ্যান্ডেলে। যা ভীষন পছন্দ হয় নেটিজেনদের।